জঙ্গি আদিল ঠোকরের বাড়ি। ছবি: পিটিআই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রেহাই নয়। পহেলগাঁওয়ের বদলা নিতে ফুঁসছে দেশ। অ্যাকশন মোডে সেনাও। শুক্রবারই পহেলগাঁও হামলার (Pahalgam Attack) সঙ্গে সরাসরি যুক্ত ২ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে আরও ৩ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। এই নিয়ে গত ৩৬ ঘণ্টায় পাঁচ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। অন্য ৩ সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তারও করা হয়েছে।
কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যমের খবর, শুক্রবার রাত থেকে ৩ লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। শুক্রবার রাতেই পুলওয়ামার মুরানে লস্করের সক্রিয় জঙ্গি ইশান উল হকের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একইভাবে কুলগাঁওয়ে ২০২৩ সাল থেকে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত জাঁকির আহমেদ গানিয়ার বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে শোপিয়ানে সক্রিয় জঙ্গি শহিদ আহমেদ কুতায়ের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে সেনা। ২০০২ সাল থেকে লস্করের সঙ্গে যুক্ত এই জঙ্গি। ঘটনাচক্রে ৩ জঙ্গিই পলাতক। পহেলগাঁও হামলার (Pahalgam Attack) সঙ্গে এদের কোনও যোগ ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এই নিয়ে গত ৩৬ ঘণ্টায় পাঁচ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। শুক্রবার বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয় পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গি আসিফ শেখের বাড়ি। মঙ্গলবার দুপুরে বৈসরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় চারজন। তার মধ্যে দু’জন পাকিস্তানি। বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা। সেই কাশ্মীরি জঙ্গিদের মধ্যে অন্যতম আসিফ শেখ। পহেলগাঁও হামলায় যুক্ত আর এক জঙ্গি আদিল ঠোকর ওরফ আদিল গুরির অনন্তনাগের বাড়িও ধ্বংস করা হয়। সূত্রের খবর, ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল। দীর্ঘ ট্রেনিংয়ের পর গত বছর সে কাশ্মীরে ফেরে। মঙ্গলবার পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, তাদেরকে পথ দেখিয়েছিল এই আদিল।
এদিকে বেছে বেছে জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ধরপাকড়ও চালাচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার রাত থেকেই সক্রিয় জঙ্গি সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে এদের মধ্যে দুজন পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত। এরা হামলাকারী জঙ্গিদের সহযোগী। সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশ সূত্র উল্লেখ করে জানিয়েছে, জঙ্গিদের দুই সহযোগী কুলগাঁওয়ে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই অনুযায়ী রাতে সেখানে অভিযান চালানো হয়। শনিবার সকালে গ্রেপ্তার করা হয় ওই দু’জনকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.