সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে বিশেষ নিবিড় সংশোধনে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ ভোটার। সেই বিতর্কের মধ্যে এবার প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম দাবি করলেন, তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ ‘পরিযায়ী শ্রমিক’কে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। এই ঘটনাকে ‘উদ্বেগজনক’ এবং ‘অবৈধ’ বললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর আশঙ্কা, নির্বাচন কমিশন দেশের স্বাভাবিক রাজনৈতিক চরিত্রকে বদলে ফেলার চেষ্টা করছে।
The SIR exercise is getting curiouser and curiouser
AdvertisementWhile 65 lakh voters are in danger of being disenfranchised in Bihar, reports of “adding” 6.5 lakh persons as voters in Tamil Nadu is alarming and patently illegal
Calling them “permanently migrated” is an insult to the…
— P. Chidambaram (@PChidambaram_IN)
নিবিড় সংশোধনী নিয়ে সোশাল মিডিয়া পোস্টে চিদাম্বরম বলেছেন, “একদিক যখন ৬৫ লক্ষ ভোটার বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে, তখনই তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে নতুন ভোটার হিসাবে যুক্ত করা হয়েছে, বিষয়টি ‘উদ্বেগজনক’ এবং ‘অবৈধ’।” প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়কে (সিএমও) ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ওদের (পরিযায়ী শ্রমিকদের) স্থায়ীভাবে স্থানান্তরিত বলা মানে শ্রমিকদের অপমান করা এবং তামিলনাড়ুর নাগরিকদের নিজেদের সরকার বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা।”
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রশ্ন তুলেছেন, “ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য একজন ব্যক্তির একটি স্থায়ী এবং বৈধ বাসস্থান থাকতে হবে। পরিযায়ী শ্রমিকের বিহারে (অথবা অন্য কোনও রাজ্যে) এই ধরণের বাসস্থান রয়েছে। তাহলে তামিলনাড়ুতে কীভাবে তাদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা যেতে পারে?” চিদাম্বরমের অভিযোগ, নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করছে।
তামিলনাড়ুর ভোটার তালিকার এই নতুন ভোটারদের নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল ডিএমকে এবং অন্য রাজনৈতিক দলগুলিও। তাদের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের দক্ষিণের রাজ্যের ভোটার করা হলে ভবিষ্য়তে সেখানে রাজনৈতিক পরিবর্তন দেখা যাবে। প্রশ্ন উঠছে, সেটাই উদ্দেশ্য নির্বাচন কমিশনের? উল্লেখ্য, আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.