Advertisement
Advertisement
Ram Mandir

পাঁচ বিচারপতির রায়েই অযোধ্যায় রামমন্দির, আমন্ত্রণ পেয়েও উদ্বোধনে একজন! কেন?

২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় দিয়েছিল। ওই রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি ‘রামলালা’কে দেওয়া হয়েছিল।

Only One of 5 SC Judges Who Passed Ayodhya Verdict will Attend Ram Temple | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 21, 2024 8:33 pm
  • Updated:January 21, 2024 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। অনুষ্ঠানে আমন্ত্রিত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে একাধিক বিরোধী নেতা। উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকরের মতো বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা। আমন্ত্রিত মোট সাত হাজার জনের তালিকায় রয়েছেন অযোধ্যা মামলায় রায় দেওয়া সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিও। যদিও পাঁচ জনের মধ্যে মাত্র এক জনই রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের অনুষ্ঠানে থাকছেন বলে খবর। বাকিরা যাচ্ছেন না কেন?

Advertisement

২০১৯ সালের ৯ নভেম্বর শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় দিয়েছিল। যার জেরে বিতর্কিত ২.৭৭ একর জমি ‘রামলালা’কে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। লাগোয়া সরকার অধিগৃহীত ৬৭ একর জমিও পেয়েছিল হিন্দু পক্ষ। অন্যদিক মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলিম পক্ষকে। এর পর রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অধিনে শুরু হয় রামমন্দির নির্মাণের কাজ। সোমবার সেই মন্দিরই উদ্বোধন করবেন মোদি।

উল্লেখ্য, ২০১৯-এ সুপ্রিম রায়ের পর অনেকটা সময় কেটে গিয়েছে। পাঁচ বিচারপতির মধ্যে চারজনই অবসর নিয়েছেন। এক জন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রামমন্দির রায়ের পাঁচ বিচারপতিরা হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক ভূষণ, প্রাক্তন প্রধান বিচারপতি এসএ বোবদে, অবসরপ্রাপ্ত বিচারপতি এস আব্দুল নাজির, বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। 

 

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা ডিএমকে’র তামিলনাড়ুতে! নির্মলার পোস্টে চাঞ্চল্য]

একটি সর্বভারতীয় সংবাদমধ্যমের দাবি, সোমবার, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন অসমে নিজের বাড়িতেই থাকবেন রঞ্জন গগৈ। ওই দিন তাঁর মায়ের স্বেচ্ছাসেবী সংস্থার কাজে ব্যস্ত থাকবেন তিনি। আব্দুল নাজির বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল। তাঁরও পূর্বনির্ধারিত ব্যস্ততা থাকায় রামমন্দিরের উদ্বোধনে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এসএ বোবদে অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে প্রকাশ্যে কিছু জানাননি। অন্যদিকে সোমবার সুপ্রিম কোর্টে থাকার কথা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। সেক্ষেত্রে পাঁচ বিচারপতির মধ্যে এক মাত্র অশোক ভূষণই অযোধ্যার ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন।

 

[আরও পড়ুন: প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তে কামাখ্যায় হাজার দীপ, মন্দির জুড়ে বিশেষ পূজার্চনা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement