Advertisement
Advertisement
Odisha

ওড়িশায় হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Odisha Nurse Found Dead In Hospital

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:August 9, 2025 9:40 pm
  • Updated:August 9, 2025 9:40 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় এক নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার করা হল তাঁর দেহ। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়। তারপরই সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, তরুণীর হাতে ইঞ্জেকশন বেঁধানো ছিল। তদন্তকারীদের অনুমান, ইঞ্জেকশনের মাধ্যমে কোনও বিষাক্ত পদার্থ তাঁর শরীরে যাওয়ার ফলেই তরুণীর মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, রাখি উপলক্ষে ওই নার্স বাড়ি যাওয়ার তোড়জোড় করছিলেন। কিছুক্ষণ পরই তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

অন্যদিকে, এই ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের দিকেই আঙুল তুলেছে মৃতার পরিবার। মৃতার ভাই বলেন, “হাসপাতালের তরফ থেকে আমাদের জানানো হয়েছিল, বোনকে শৌচাগারে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে। পরে আমরা তাঁর মৃত্যুর খবর পাই। পুলিশের থেকে আমরা জানতে পেরেছি, বোনের হাতে ইঞ্জেকশন বেঁধানো ছিল। তদন্তকারীদের অনুমান, সে আত্মহত্যা করেছে। কিন্তু তাঁর ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন কোনও অস্থিরতা ছিল না, যার জন্য সে এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।” তিনি আরও বলেন, “বোনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। রাখি উপলক্ষে তাঁর বাড়িতে আসার কথা ছিল। বোন খুব উচ্ছ্বসিতও ছিল।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ