সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার শাস্তি হাতেনাতে পেতে হল যুবককে। প্রকাশ্যে নগ্ন করে তাঁর পুরুষাঙ্গে ঝুলিয়ে দেওয়া হল ৫ কেজি ওজনের পাথর। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) বালাসোর জেলার চৌমুখ গ্রামে।
নির্যাতিত যুবকের নাম বিজয় দাস ওরফে বাপি। স্থানীয় বাসিন্দাদের সূত্র মারফত জানা গিয়েছে, নিজেরই গ্রামের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বাপি। বিবাহিত ওই যুবকের দুই সন্তান রয়েছে। অভিযোগ, কাজের অজুহাতে ওই মহিলার বাড়িতে যাওয়া শুরু করেছিল বাপি। প্রথমে গ্রামের বাসিন্দাদের কারও কোনও সন্দেহ হয়নি। কিন্তু পরে বাপির আসা-যাওয়া বেড়ে যায়। ঘনঘন মহিলার বাড়িতে যেতে থাকেন তিনি। এতেই পাড়ার লোকজনের সন্দেহ বাড়ে। গত রবিবার মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় বাপিকে হাতেনাতে ধরা হয়।
এরপরই গ্রামে সালিশি সভার আয়োজন করা হয়। সেখানে অভিযুক্ত বাপিকে প্রকাশ্যে নগ্ন করা হয়। তারপর তাঁর পুরুষাঙ্গে ৫ কেজি ওজনের পাথর ঝুলিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে পাথরটি ঝোলানো ছিল। তারপর গ্রামেরই কিছু বয়স্ক মানুষ বাপিকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তাঁদের উদ্যোগেই এ যাত্রায় রেহাই পান বিজয় দাস ওরফে বাপি। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আপাতত যুবকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। স্থানীয় থানার অফিসার ইন চার্জ সারদা প্রসন্ন মুদুলি (Sarada Prashana Muduli) জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও খবর নেই। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, কারও বিরুদ্ধে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সারদা প্রসন্ন মুদুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.