Advertisement
Advertisement
Odisha

একের পর এক ধর্ষণ, ভেঙে পড়ছে আইনশৃঙ্খলা! ওড়িশা সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে কংগ্রেস

ওড়িশায় সংকটে বিজেপি সরকার?

Odisha congress to bring no confidence against BJP in assembly

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anustup Roy Barman
  • Posted:September 18, 2025 2:09 pm
  • Updated:September 18, 2025 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অতীতে ওড়িশায় একের পর এক গণধর্ষণের ঘটনা ঘটেছে। শিরোনামে উঠে এসেছে গোপালপুর, বালাসোর, বলঙ্গা এবং ব্রহ্মগিরির মত জায়গা। এবার সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতির অভিযোগ তুলছে বিরোধীরা। শুধু তাই নয়, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলে জানিয়েছে বিরোধী কংগ্রেস। 

Advertisement

বুধবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনে শাসকদলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। কংগ্রেস বিধায়কদের বৈঠকের পরে বিধানসভায় তাঁদের দলনেতা রামচন্দ্র কদম বলেন, “রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা বজায় রাখা, কৃষক, দলিত, উপজাতি এবং অন্যান্য অনগ্রসরদের সমস্যাগুলির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই, আমরা এই বিধানসভা অধিবেশনে রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছি।”

বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে কদম বলেন, শাসকদল জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কদম ঘোষণা করেন, রাজ্যে মহিলাদের উপর অত্যাচার, বেকারত্ব, শিল্পায়নের নামে ক্রমবর্ধমান উচ্ছেদের ঘটনার পাশাপাশি সারের ঘাটতি এবং কালোবাজারি, এসসি/এসটি আইনের সংশোধনের মতো বেশ কয়েকটি বিষয় বিধানসভায় তুলে ধরবে বিরোধী দল।

প্রসঙ্গত, ওড়িশা বিধানসভায় মোট ১৪৭ আসনের মধ্যে শাসক বিজেপি-র হাতে রয়েছে ৭৮ আসন। প্রধান বিরোধী বিজেডি-র হাতে আছে ৫১ জন বিধায়ক। এছাড়াও কংগ্রেসের কাছে ১৪ জন, সিপিআইএম-এর কাছে এক জন এবং তিন জন নির্দল বিধায়ক রয়েছেন। অর্থাৎ বিজেপি-র বিরুদ্ধে সব বিরোধীদল একযোগে ভোট দিলেও এখনই পাল্টাচ্ছে না ওড়িশার মসনদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement