সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে প্রস্রাব কাণ্ডের মামলা এবার সুপ্রিম কোর্টে (Supreme Court)। অভিযোগকারিনী বৃদ্ধার আবেদনের ভিত্তিতে কেন্দ্র এবং অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে (DGCA) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে এই ধরনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়ার হবে সেই বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud), বিচারপতি পিএস নরসিমহা এবং জেবি পার্দিওয়ালার বেঞ্চ বৃদ্ধার মামলাটি খতিয়ে দেখতে রাজি হয়। গত বছর নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে এক পুরুষ যাত্রী ৭২ বছর বয়সি বৃদ্ধার কম্বলে প্রস্রাব করেছিলেন। ঘটনায় অভিযুক্ত হন শঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি। সোমবার শীর্ষ আদালতের বিচরাপতিরা ডিজিসিএ এবং কেন্দ্রকে নির্দেশ দেন, এই ঘটনার কথা মাথায় রেখে একটি এসওপি তৈরি করতে হবে।
কোর্ট জানতে চেয়েছে, এমন ধরনের ঘটনা ঘটলে কী পদক্ষেপ গ্রহণ করা যায়? সেক্ষেত্রে গাইডলাইন তৈরি নিয়ে এসওপি তৈরির প্রসঙ্গেই নোটিশ গিয়েছে। আদালত আরও জানিয়েছে, জুলাইতে গরমের ছুটি শেষ হলে এই মামলার শুনানি হবে। শীর্ষ আদালত এসওপি প্রণয়নে সলিসিটর জেনারেল তুষার মেহতার সহায়তাও চেয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.