Advertisement
Advertisement
Asaduddin Owaisi

দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা! কানওয়ার যাত্রা নিয়ে যোগীর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক ওয়েইসি

সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মানার অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে।

now Shopkeepers being asked to remove pants Owaisi slams Uttar Pradesh over nameplate row
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2025 5:07 pm
  • Updated:July 2, 2025 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানওয়ার যাত্রাপথে দোকানের বাইরে সাইনবোর্ডে দোকান মালিকের নাম-পরিচয় লেখার নির্দেশিকায় গত বছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই আদেশ পালন করছে না উত্তরপ্রদেশ সরকার। উলটে যোগী আদিত্যনাথের পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে। বিস্ফোরক অভিযোগ করলেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

বুধবার ওয়েইসি বলেন, “মুজাফ্ফরনগর বাইপাসে প্রচুর হোটেল রয়েছে। বহু পুরনো হোটেলগুলি। দশ বছর আগে এই পথে ‘কানওয়ার যাত্রা’ হত না। আগে শান্তপূর্ণ যাত্রা হত। কোনও রকম ঝামেলা ছিল না। এখন কেন সমস্যা হচ্ছে? এখন হোটেল মালিকদের থেকে আধার কার্ড চাওয়া হচ্ছে। এমনকী দোকানের মালিকদের প্যান্ট খুলিয়ে হেনস্তা করা হচ্ছে।” ‘মিম’ প্রধান আরও বলেন, “দোকান মালিকদের হেনস্তা না করে কর্তব্যপালন করা উচিত পুলিশের। ওরা চমক দেওয়ার চেষ্টা করছে। এমনকী সুপ্রিম কোর্টের আদেশ মানছে না। অনুমতি ছাড়া কারও হোটেলের ভিতরে কেউ ঢোকে কী করে? হোটেলে গিয়ে কারও ধর্ম পরিচয় নিয়ে প্রশ্ন করা অন্যায়। কেন সরকার পদক্ষেপ করছে না?”

কানোয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল গত বছরই। দুই রাজ্যের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, যাত্রাপথে রাস্তার দুই ধারে যে সব খাবারের দোকান রয়েছে, সেই সব দোকানের বাইরে টাঙানো সাইনবোর্ডে দোকান মালিকের নাম-পরিচয় স্পষ্ট করে লিখতে হবে। এই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও একটি মামলা করেন। গত বছর ২২ জুলাইয়ে এই বিষয়ে নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানায়, কেউ যদি সদিচ্ছায় দোকানের বাইরে নাম-পরিচয় লিখতে চান, তাতে আপত্তি নেই। কিন্তু কাউকে জোর করে সরকারের নির্দেশ মানতে বাধ্য করা যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement