সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে হাইওয়ে অসম্পূর্ণ, গর্তে ভরা কিংবা যানজটের ধাক্কায় চলাচলের অযোগ্য তেমন রাস্তায় টোল ট্যাক্স চাওয়া যাবে না যাত্রীদের থেকে। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। ত্রিচূর জেলায় পালিয়েক্কারা প্লাজার টোল সংগ্রহ নিয়ে কেরল হাই কোর্টের রায়ই বজায় রাখল শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বাতিল করে দিয়েছে ন্যাশনাল হাইওয়েজ অথোরিটির আপিল। বেঞ্চের তরফে ৬ আগস্ট হাই কোর্টের রায়ের উল্লেখ করে বলা হয়, ”গর্ত ও নর্দমা দিয়ে ভরা রাস্তায় চলাচলের জন্য আবার টাকা না নিয়ে বরং নাগরিকদের সেই রাস্তায় চলাচলের স্বাধীনতা দিন যার জন্য তাঁরা ইতিমধ্যেই কর দিয়েছেন।” সেই সঙ্গেই হাই কোর্টের রায় সম্পর্কেও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ”উচ্চ আদালতের যুক্তির সঙ্গে আমরা কোনওভাবেই বিরুদ্ধমত হতে পারছি না।”
ন্যাশনাল হাইওয়েজ অথোরিটির দাবি ছিল, রাস্তায় যানজট হলেও সেখানে অল্পবিস্তর ‘ব্ল্যাক স্পট’ রয়েছে নির্মাণকাজ চলার দরুন। সেই সঙ্গেই তারা জানায়, ৬৫ কিলোমিটার দীর্ঘ রাস্তায় মাত্র ৫ কিলোমিটার অঞ্চলেই এই পরিস্থিতি। কিন্তু সেই দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, ৬৫ কিমির মধ্যে ৫ কিমিতে এই পরিস্থিতি থাকলেও পুরো অংশটি অতিক্রম করতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে। সেই সঙ্গেই বেঞ্চ জানিয়ে দেয়, ওই রাস্তা গত সপ্তাহান্তে প্রায় ১২ ঘণ্টা অচল হয়ে পড়েছিল। শীর্ষ আদালতের প্রশ্ন, ”যে রাস্তা ১২ ঘণ্টা ধরে অচলাবস্থায় পড়ে সেটা পার করতে কেন কোনও ব্যক্তি ১৫০ টাকা দেবে?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.