সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামাফিক রিলায়েন্স জিও-র ফ্রি ডেটা সার্ভিসের মেয়াদ ফুরিয়ে এল। আসন্ন এপ্রিল মাসের ১ তারিখ থেকে রিলায়েন্স জিও-র ফোর-জি ডেটা পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের প্রতিমাসে ৩০৩ টাকা করে খরচ করতে হবে। মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এই ঘোষণা করলেন। তবে তার জন্য এককালীন ৯৯ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। (আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)
Unlimited voice & data for existing customers opting for Prime membership by paying one-time fee of Rs 99 and Rs 303/month: Ambani.
Advertisement— Press Trust of India (@PTI_News)
এদিন সংস্থার সঙ্গে জড়িত থাকা ১০ কোটি গ্রাহককে ধন্যবাদ জ্ঞাপন করে মুকেশ আম্বানি বলেন, “আপনারা জিও-র উপরে ভরসা রেখেছেন বলে আমি কৃতজ্ঞ। এদেশে ডেটা আন্দোলনের পথিকৃৎ আপনারা।” এরপরই গুরুত্বপূর্ণ একাধিক ঘোষণা করেন মুকেশ আম্বানির। প্রকাশ্যে আনলেন প্রাইম মেম্বারশিপ অফার। জানালেন, আরও বহু সংস্থায় জিও-র সঙ্গে জুড়তে আগ্রহ দেখাচ্ছে।
Jio Prime Members can get this tremendous value
at an introductory price of only Rs 303/month, effectively just Rs 10/day— Reliance Jio (@reliancejio)
তবে ডেটার জন্য এপ্রিল থেকে টাকা খরচ করতে হলেও গোটা দেশে ভয়েস কল ফ্রি-ই থাকছে।
On all of Jio’s tariff plans, all domestic voice calls to any network will always remain FREE.
— Reliance Jio (@reliancejio)
প্রতি মাসে ৩০৩ টাকা খরচ করলে হ্যাপি নিউ ইয়ার অফারে যে যে সুবিধা মিলত, সেই সব সুবিধাই পাবেন গ্রাহকরা। তবে যে গ্রাহকরা ৩১ মার্চ, ২০১৭-র মধ্যে জিও-র সঙ্গে জুড়বেন, তাঁরাই প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।
Last month Jio users consumed more than 100 crore GB of data. Today India is no.1 country in the world for mobile data usage: Mukesh Ambani
— ANI (@ANI_news)
পড়ে নিন সেই সব ঘোষণা একনজরে:
Jio users consumed more than 100Cr GB of data per month on the Jio network! That’s more than 3.3Cr GB a day
— Reliance Jio (@reliancejio)
শুনুন কী বলছেন আম্বানি:
Jio Digital Life | Watch the journey unfold…
— Reliance Jio (@reliancejio)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.