সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ছিল অমরনাথ যাত্রার নিরাপত্তা বৈঠক। ওই বৈঠকে বড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। ভূস্বর্গের রাজ্যপালের নির্দেশিকা অনুযায়ী, চলতি বছরে অমরনাথ যাত্রায় মিলবে না হেলকপ্টার পরিষেবা। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে।
অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তার ব্যবস্থা হয় প্রতিবারই। এবার পহেলগাঁও হামলা এবং পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে সেই নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হচ্ছে। এবার জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। নজিরবিহীন ভাবে পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে। এর পাশাপাশি আকাশপথে ঝুঁকি এড়াতে চলতি বছরে হেলকপ্টার পরিষেবা বাতিল করা হল। শ্রী অমরনাথ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পহেলগাম এবং উত্তর কাশ্মীরের বালতাল উভয় পথ দিয়েই যাত্রীর পবিত্র গুহা তথা মন্দিরে পৌঁছতে পারবেন ভক্তেরা। পায়ে হেঁটে অথবা পালকি চড়ে যাত্রা করা যাবে।
মঙ্গলবারের হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, জম্মু ও কাশ্মীরের আইবি প্রধান অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, সেনাকর্তা প্রশান্ত শ্রীবাস্তব প্রমুখ। বৈঠক শেষে আসন্ন যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রাপথকে ‘নো ফ্লাই’ জোন ঘোষণা করে জম্মু ও কাশ্মীর সরকার।
উল্লেখ্য, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লাখো ভক্তের ঢল নামে। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে যেতে পারবে পুণ্যার্থীরা। ১৪ এপ্রিল থেকে যাত্রায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অমরনাথ ধামে যাত্রার অনুমতি দেওয়া হয়ে থাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.