সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত চেকের মাধ্যমে পেমেন্ট করলে অ্যাকাউন্টে টাকা আসতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লেগে যায়। যদিও এবার ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় স্বস্তির কথা জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এখন থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চেকে পেমেন্ট করা টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আগামী ৪ অক্টোবর থেকে দ্রুত চেক ক্লিয়ারেন্সের এই নিয়ম লাগু হচ্ছে দেশে।
এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত পরিবর্তন দু’টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায় ২০২৫ সালের ৪ঠা অক্টোবর থেকে ২০২৬ সালের ২রা জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ব্যাঙ্কগুলি সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রাপ্ত সমস্ত চেক যাচাই করবে। দ্বিতীয় পর্যায় ২০২৬ সালের ৩ জানুয়ারি থেকে শুরু হবে। এক্ষেত্রে প্রতিটি চেক গ্রহণের তিন ঘণ্টার মধ্যে যাচাই করতে হবে। অর্থাৎ, যদি কোনও ব্যাঙ্কে সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে চেক জমা পড়ে, তবে তা দুপুর দু’টোর মধ্যে যাচাই করতে হবে। প্রথম এবং দ্বিতীয় উভয় পর্যায়ে ব্যাঙ্ককর্মীরা চেক যাচাই না করলে তা গৃহীত চেক বলে গণ্য হবে।
আরবিআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় গ্রাহকদের তহবিল দ্রুত আপডেট হবে। অন্যদিকে ব্যাঙ্কগুলির জন্য দিন শেষের হিসেব মেলানো সহজ হবে। সামগ্রিক লেনদেনের দক্ষতা উন্নত হবে। কয়েক ঘণ্টার মধ্যে জমা পড়া চেকের অর্থ গ্রাহকের অ্যাকাউন্টে ঢোকায় দ্রুত ব্যাঙ্কের তহবিল পুষ্ট হবে। সব মিলিয়ে চেক ক্লিয়ারেন্স দ্রুত হওয়ায় আরবিআইয়ের সামগ্রিক ব্যাঙ্ক ব্যবস্থা উন্নত হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.