Advertisement
Advertisement
Narendra Modi

‘মানবজাতির কল্যাণে’ সূর্যমুখী উড়ান, ইসরোকে ধন্যবাদ জানিয়ে বার্তা মোদির

ইতিহাস গড়েছে ভারত। 

Narendra Modi congratulated ISRO for the successful launch of Aditya L1। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 2, 2023 3:26 pm
  • Updated:September 2, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১। ইতিহাস গড়েছে ভারত। চন্দ্রজয়ের পর ইসরোর এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ‘মানবজাতির কল্যাণে’ সৌরযানের উড়ান বলে শুভেচ্ছাবার্তায়  উল্লেখ করলেন তিনি। 

Advertisement

শনিবার আদিত্য এল১-এর সফল উৎক্ষেপণের পর ইসরোকে (ISRO) শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “চন্দ্রযান ৩-এর (Chandrayaan) ঐতিহাসিক সাফল্যের পর ভারত মহাকাশ অভিযান জারি রেখেছে। এবার সূর্যের উদ্দেশে উড়ে গিয়েছে আদিত্য এল১। ভারতের প্রথম সৌর অভিযানের জন্য ইসরোর সমস্ত বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অনেক অভিনন্দন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই সাফল্য এসেছে। মানবজাতির কল্যাণের জন্যই উড়ান ভরেছে সৌরযানে। আগামিদিনেও মানুষের স্বার্থে বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগানো হবে।”

 

[আরও পড়ুন: মহাশূন্যে পাড়ি ১৫ লক্ষ কিলোমিটার, সূর্যের কত কাছে যাবে আদিত্য এল১?]

শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে মহাশূন্যে পাড়ি দিয়েছে আদিত্য এল১ (Aditya L1)। তার লক্ষ্য সূর্য। অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১। তারপরেই পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে। সেখানে পৌঁছে এল১ পয়েন্ট থেকে সূর্যের নানা কাজ নিরীক্ষণ করবে ইসরোর যান।

এই সৌরযানের মূল্য লক্ষ্য সৌর করোনা ও সৌর বাতাস। প্রতিদিন ১ হাজার ৪৪০টি করে ছবি সে পাঠাবে পৃথিবীতে। এছাড়াও আদিত্য এল-ওয়ানে থাকছে ৭ টি পে-লোড। যার মধ্যে সূর্য থেকে আসা আলোর পরীক্ষা করবে। বাকি তিনটি প্লাজমা ও ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করবে। শক্তি নির্ধারণ করবে।

[আরও পড়ুন: মহাকাশ বিজয়ের পথে আরও একধাপ, চাঁদের পর এবার সূর্যে পাড়ি দিল আদিত্য এল১]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement