সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি IRDAI জানিয়ে দিল, যে কোনও বিমার সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। সমস্ত গ্রাহককে নয়া নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছে IRDAI।
IRDAI says Aadhaar and PAN must for all insurance policies including the existing ones
Advertisement— Naga Sridhar (@naga_hbl)
বিমা নিয়ামক সংস্থা বুধবার জানিয়েছে, ইন্স্যুরেন্স পলিসির নম্বরের সঙ্গে আধার যুক্ত করতেই হবে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের নয়া নিয়ম মোতাবেক এই নির্দেশ মেনে চলতে হবে সমস্ত বিমা গ্রাহককে। ২০১৭-তে এই আইনে সাম্প্রতিকতম রদবদলটি আনে কেন্দ্র। যেখানে বলা হয়, বেআইনি আর্থিক লেনদেন রুখতে যাবতীয় আর্থিক পরিষেবার জন্য আধার নম্বর ও প্যান বা ফর্ম ৬০ পূরণ বাধ্যতামূলক। এবার বিমার ক্ষেত্রেও এই নিয়ম লাগু হল। দেশের ২৪টি লাইফ ইন্স্যুরেন্স সংস্থা ও ৩৩টি জেনারেল ইন্স্যুরেন্স সংস্থার ক্ষেত্রেই নতুন নিয়ম চালু হচ্ছে।
সমস্ত জীবনবিমা ও জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই নয়া নিয়ম অবিলম্বে চালু হচ্ছে। এই প্রসঙ্গে আইসিআইসিআই লোম্বারডের এমডি ভার্গব দাসগুপ্ত জানিয়েছেন, কেন্দ্রের ডিজিটাইজেশন প্রকল্পের অধীনে এই পদক্ষেপ যথেষ্ট যুক্তিসঙ্গত। সমস্ত আর্থিক লেনদেনেই যখন আধার ও প্যান বাধ্যতামূলক হচ্ছে, তখন বিমা পরিষেবা এর আওতার বাইরে থাকবে কেন?তিনি বলছেন, ‘প্রথমে এই নিয়ম বলবত করতে সামান্য অসুবিধা হতে পারে, কিন্তু গ্রাহকদেরও বুঝতে হবে, KYC প্রক্রিয়ার আসল সুফল তাঁরাই পাবেন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.