সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে (Uttarkashi) বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা। এমনই দাবি জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে চিঠি লিখলেন ইসলামিক সংগঠন ‘জামায়েত উলেমা-ই-হিন্দে’র প্রধান মৌলানা মাহমুদ আসাদ মাদানি। আসলে উত্তরকাশী এবং সংলগ্ন এলাকাগুলিতে গত কয়েকদিনে একাধিক লাভ জেহাদের ঘটনার অভিযোগ উঠেছে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। এতটাই সংবেদনশীল অবস্থা যে, গোটা উত্তরকাশীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এই পরিস্থিতিতেই এই চিঠি লিখলেন ইসলামিক সংগঠনের প্রধান।
উল্লেখ্য, পরপর লাভ জেহাদের অভিযোগ তুলে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা। এই মহাপঞ্চায়েত বন্ধ করারই আবেদন জানিয়েছেন মাদানি। তাঁর দাবি, এই মহাপঞ্চায়েত থেকে নতুন করে উত্তেজনা বাড়তে পারে।
গত ২৬ মে থেকে উত্তরকাশীতে উত্তেজনা বেড়েছে। ওইদিন দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে একটি মেয়েকে অপহরণ করার। সেই থেকেই লাভ জেহাদের অভিযোগ উঠতে থাকে। মাদারির দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কড়া পদক্ষেপ করা হোক। প্রসঙ্গত, স্থানীয় কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন উত্তরকাশীতে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে। উদ্দেশ্য, হিন্দুত্ববাদীদের সচেতন করা। বৃহস্পতিবারই ওই মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.