সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে ফের বন্যাকবলিত বাণিজ্যনগরী মুম্বই। লাগাতার ভারী বর্ষণে অচল জনজীবন। জলের তলায় চলে গিয়েছে বহু রাস্তা। মুম্বই-সহ মহারাষ্ট্রের সমুদ্রসৈকতগুলিতে পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না। স্কুল ও কলেজে ছুটি ঘোষিত হয়েছে। দুর্যোগজনিত নানা দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এখনই পরিস্থিতি ঠিক হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
| Maharashtra’s Pune receives heavy rain
Advertisement— ANI (@ANI)
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের বেশ কিছু এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া শহরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। রাজ্যজুড়েই ভারী বৃষ্টিপাত চলছে গত দু’দিন ধরে। মঙ্গলবারও মুম্বই, ঠাণে এবং রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বহু জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। দুর্যোগের কারণে মঙ্গলবার মুম্বই, ঠাণে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
View this post on Instagram
গত কয়েক দিনের ভারী বর্ষণ রাজ্যের নদীগুলি টইটুম্বুর। একাধিক নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে। জুহু, ভারসোভা, আকসা এবং গোরাই সমুদ্রসৈকতে সাধারণ মানুষের গতিবিধি নিষিদ্ধ হয়েছে। বৃষ্টির জেরে লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে। অন্যদিকে খারাপ আবহাওয়ার জেরে অন্তত ১৪টি বিমান মুম্বই বিমানবন্দরে নামতে পারেনি। সব মিলিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রে।
এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস বলেছেন, “গত ২ দিনে মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বেশ কয়েকটি জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের অর্ধেক জেলায় হয় লাল বা কমলা সতর্কতা থাকছে। এর ফলে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তা আমরা আলোচনা করেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.