Advertisement
Advertisement
Mumbai

সমাজমাধ্যমে যৌনতার হাতছানি! ফাঁদে পা দিয়ে ৯ কোটি টাকা খোয়ালেন ৮০ বছরের বৃদ্ধ

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Mumbai Man, 80, Accepts A Friend Request, Loses Rs 9 Crore To Cyber Fraud
Published by: Subhodeep Mullick
  • Posted:August 8, 2025 3:20 pm
  • Updated:August 8, 2025 3:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যমে প্রেম এবং যৌনতার হাতছানি। ফাঁদে পা দিয়ে দু’বছরে মোট ৯ কোটি টাকা খোয়ালেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সম্প্রতি সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। শার্ভি নামে এক মহিলা ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। সেখান থেকেই কথাবার্তা শুরু হয়ে দু’জনের। ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। শার্ভি জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করে তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। এর কয়েকদিন পর, কবিতা নামে আরও এক মহিলা তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শার্ভির পরিচিত বলে দাবি করেন। তাঁর সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাঁকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরও দুই মহিলার সঙ্গে আলাপ হয় ওই বৃদ্ধের। অভিযোগ, প্রেম এবং যৌনতার টোপ দিয়ে প্রত্যেকেই নানা কারণে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

অবশেষে সর্বসান্ত বৃদ্ধ গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই। তিনিই বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ