Advertisement
Advertisement
Mumbai

দিদিকে বেশি ভালোবাসে! রাগে মাকে কুপিয়ে ‘খুন’ মেয়ের

ছোট মেয়ের বিরুদ্ধে অভিযোগ, দিদির বাড়িতেই মাকে কুপিয়ে খুূন করেন তিনি।

Mumbai: Daughter stabs mother to Death

ছবি: প্রতীকী।

Published by: Subhankar Patra
  • Posted:January 3, 2025 2:11 pm
  • Updated:January 3, 2025 3:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিদিকে বেশি ভালোবাসেন মা। রাগে মাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ‘খুন’ করলেন ছোট মেয়ে। নৃশংস ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চুনাভাত্তি থানার এলাকার কুরেশি নগরে। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাবিনা বানো আজার শেখ। বয়স ৬২ বছর। বৃহস্পতিবার ছোট মেয়ে রেশমা মুজফ্ফর কাজির সঙ্গে বড় মেয়ের বাড়ি কুরেশি নগরে যান সাবিনা। সেখানেই রেশমার সঙ্গে কথা কাটাকাটি হয় বৃদ্ধার। অভিযোগ, সেই সময় রান্নাঘর থেকে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় সাবিনাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কিন্তু হঠাৎ কেন খুন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাবিনা তাঁর বড় মেয়েকে বেশি ভালোবাসতেন বলে মনে করতেন ছোট মেয়ে। তা নিয়ে রাগ ছিল রেশমার মনে। ঘটনার দিন সেই রাগেই খুন করেন তিনি বলেই অনুমান। ‘খুনে’র পর তিনি থানায় গিয়ে আত্মসমপর্ণ করেছেন বলেও জানা গিয়েছে।

চুনাভাত্তি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অভিযুক্ত ও তাঁর মা একই সঙ্গে বড় দিদির বাড়িতে আসে। অভিযুক্ত জানিয়েছে, তাঁর মা বড় দিদিকে বেশি ভালবাসতেন তা নিয়ে অভিযুক্তের রাগ ছিল। তার জেরেই মাকে খুন করে সে।” দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ