Advertisement
Advertisement
Shimla

শিমলার একাধিক স্কুলে বোমাতঙ্ক! দ্রুত সরানো হল পড়ুয়াদের

সবকটি স্কুলেই চলছে চিরুনি তল্লাশি।

Multiple Private Schools In Shimla Receive Bomb Threats, Search Operations Underway
Published by: Subhodeep Mullick
  • Posted:July 23, 2025 3:24 pm
  • Updated:July 23, 2025 3:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিমলার একাধিক স্কুলে বোমাতঙ্ক! বুধবার সকালে পাহাড়ি এই শহরের বেশ কয়েকটি স্কুলে এক যোগে হুমকি ইমেল পাঠানো হয়। তারপরই আতঙ্ক ছড়িয়েছে। তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়েছে পড়ুয়াদের। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং বম্ব স্কোয়াড।

Advertisement

জানা গিয়েছে, এদিন সকালে শহরের বেশ কয়েকটি স্কুলে একযোগে হুমকি ইমেল পাঠানো হয়। সেখানে লেখা ছিল, ‘স্কুলগুলির ভিতরে বোমা রাখা আছে। বিস্ফোরণের জেরে মৃত্যু হবে বহু ছাত্রছাত্রীর।’ এরপরই স্কুলগুলিতে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরাও। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। সবকটি স্কুলেই চলছে চিরুনি তল্লাশি। তবে পুলিশ সূত্রে খবর, এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু কে বা কারা এই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটিও ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে এরকমই ঘটনা ঘটে দিল্লিতে। একযোগে রাজধানীর মোট ২০টি স্কুলে পাঠনো হয় বোমা হামলার হুমকি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে শেষ পর্যন্ত সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement