Advertisement
Advertisement
Mukesh Ambani

‘২০৪৭ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকুন’, জন্মদিনে মোদিকে শুভেচ্ছা মুকেশ আম্বানির

'দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর মোদিকে পাঠিয়েছেন', বললেন আম্বানি।

Mukesh Ambani wish PM Narendra Modi on his birthday
Published by: Amit Kumar Das
  • Posted:September 17, 2025 4:09 pm
  • Updated:September 17, 2025 4:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। একইসঙ্গে মোদিকে যোগ্য নেতা বলে দাবি করে আম্বানি জানালেন, ‘আমার ইচ্ছা ২০৪৭ সাল পর্যন্ত অর্থাৎ স্বাধীনতার ১০০তম বছর পর্যন্ত উনি দেশের প্রধানমন্ত্রী পদে থাকুন।’

Advertisement

জন্মদিন উপলক্ষে এদিন প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে মুকেশ আম্বানি জানান, ‘আজ আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। প্রত্যেক ভারতীয়ের জন্য এই দিনটি বিশেষভাবে উদযাপনের। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আম্বানি পরিবারের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।’ একইসঙ্গে আম্বানি জানান, ‘নরেন্দ্র মোদি সমগ্র ভারতকে রূপান্তরিত করেছেন। তিনি গুজরাটকে দেশের শিল্প রাজধানীতে পরিণত করেন। এবং মন একটি সময়ে তিনি দায়িত্বে এসেছেন যখন স্বাধীনতার অমৃতকাল চলছে।’

শুধু তাই নয় আম্বানি বলেন, ‘ঈশ্বর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অবতার হিসেবে পাঠিয়েছেন। আমি কখনও এমন নেতা দেখিনি যিনি বিন্দুমাত্র না থেকে অক্লান্ত পরিশ্রম করেন। সারা দেশের মানুষের সঙ্গে, আমিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার সুস্বাস্থ্যের প্রার্থনা করি।’ এর সঙ্গেই মোদিকে দেশের জন্য যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি চাই স্বাধীনতার ১০০ তম বছর অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন মোদিজি।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে গোটা দেশ। বিশ্ব নেতাদের পাশাপাশি শাসকদল ও বিরোধীদলের নেতারাও অভিনন্দন জানিয়েছেন তাঁকে। এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম, অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আপনি দেশকে মহান লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। আজ গোটা বিশ্ব আপনার দেখানো পথে ভারতের মতাদর্শের প্রতি আস্থা রেখেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আসাধারণ নেতৃত্বে আপনি এই জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যান।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ