সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধক্ষেত্রে শত্রুকে চিরঘুমে পাঠাতে অত্যাধুনিক ‘মাউন্টেড গান’ প্রস্তুত করল ডিআরডিও’র ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (VRDE)। সহজে বহনযোগ্য যে কোনও জায়গা থেকে ব্যবহারোপযোগী এই মারণাস্ত্র এক মিনিটে ৬টি গোলা ছুড়তে সক্ষম। একদফা গোলা ছোড়ার পর, রিস্টার্ট হতে এই চলমান কামানের সময় লাগে মাত্র ৮৫ সেকেন্ড। সেনার তরফে শীঘ্রই পরীক্ষা করা হবে এই অত্যাধুনিক অস্ত্র।
ডিআরডিও’র তরফে জানা যাচ্ছে, মরুভূমি হোক বা সমতল, সিয়াচেনের দুর্গম পর্বত হোক বা উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল যে কোনও জায়গায় শত্রু শিবিরকে তছনছ করতে এই কামানের জুড়ি মেলা ভার। এর বিশেষ সুবিধা হল গোলা ছোড়ার পর শত্রু পক্ষ যাতে এর অবস্থান জানতে না পারে তার জন্য দ্রুত সরিয়ে ফেলা যায়। সহজে পরিবহণযোগ্য ‘মাউন্টেড গান’ ট্রেন বা সি-১৭ পরিবহন বিমানের মাধ্যমে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। জানা গিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অস্ত্রের ৮০ শতাংশ সরঞ্জাম ১৫৫ মিমি এবং ৫২ ক্যালিবার কামানের। এর পাল্লা ৪৫ কিলোমিটার। এক মিনিটে ছুড়তে পারে ৬ রাউন্ড গোলা। মাত্র ৮৫ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় দফায় গুলি চালানোর জন্য প্রস্তুত হয়ে যায় এটি। শুধু তাই নয়, এই মারণাস্ত্র যে লক্ষ্যবস্তুতে আঘাত করে তার ৫০ বর্গমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
৩০ টন ওজনের এই মারণাস্ত্রের গতিও নেহাত কম নয়। রুক্ষ অঞ্চলে এর গতি ঘণ্টায় ৬০ কিমি, সমতলে সেটা বেড়ে দাঁড়ায় ৯০ কিমি। ডিআরডিও’র দাবি অনুযায়ী, এই কামানের ওজন ১৫ টন এবং গাড়িটির ওজন ১৫ টন। এর বুলেটপ্রুফ কেবিনে ৭ জন সদস্য থাকতে পারেন। কোথায় হামলা চালাতে হবে সেই তথ্য দেওয়ার পর সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সেই অঞ্চল সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কামানটি। জানা যাচ্ছে, অত্যাধুনিক এই কামান প্রস্তুত করতে সময় লেগেছে মাত্র আড়াই বছর।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কামানের দাম মাত্র ১৫ কোটি টাকা। বিদেশ থেকে যদি এই ধরনের অস্ত্র কেনা হত তাহলে তার দাম পড়ত ৩০ থেকে ৩৫ কোটি টাকা। VRDE জানিয়েছে, বেশি পরিমাণে অর্ডার এলে এই কামানের দাম আরও কমে যেতে পারে। বর্তমানে ভারতীয় সেনার ৭০০ থেকে ৮০০টি মাউন্টেড গানের প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই অস্ত্র। বর্তমানে বিশ্বের অল্প কয়েকটি দেশের হাতে রয়েছে অত্যাধুনিক এই কামান। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.