Advertisement
Advertisement
Covid India

ভার‍তে ফের চওড়া হচ্ছে করোনার থাবা, সংক্রমণের শীর্ষে কোন রাজ্য?

পরিস্থিতির দিকে কড়া নজর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।

More than 100 covid cases recorded in India in 24 hours | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 10, 2023 9:34 pm
  • Updated:December 10, 2023 9:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে (India) ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। বেশ কয়েকদিন ধরেই দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। দেশজুড়ে অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যাও প্রায় হাজারের কাছাকাছি। এমতাবস্থায় নড়ে চড়ে বসেছে স্বাস্থ্যমন্ত্রক। শীতের শুরুতে আমজনতাকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষকে আগ্রহী করে তোলার চেষ্টা চলছে।

Advertisement

রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ভারতে কোভিড (COVID) পজিটিভ হয়েছেন ১৬৬ জন। তাঁদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। শুধু রবিবার নয়, বেশ কয়েকদিন ধরেই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই একশো বা তার বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। বর্তমানে ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮৯৫। শীতের শুরুতে জ্বরের মতো অসুখে ভুগছেন অনেকেই। তাঁদের নমুনা পরীক্ষা করেই মিলছে কোভিডের জীবাণু।

[আরও পড়ুন: ‘ম্যায় নেহি, হাম’, INDIA জোটের পরের বৈঠকে আসন রফায় জোর শরিকদের]

দেশজুড়ে করোনার (Corona) বাড়বাড়ন্তে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়টিতে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্থ না করে কীভাবে জনস্বাস্থ্য বজায় রাখা যায়, সেটাই বিবেচনা করছেন দপ্তরের আধিকারিকরা। এছাড়াও আমজনতাকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি বজায় রাখার পাশাপাশি ভ্যাকসিন নিতেও উৎসাহ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তবে প্রতিদিন কতজন কোভিড আক্রান্ত হচ্ছেন, সেই পরিসংখ্যানেও নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই লাফিয়ে বেড়েছিল কোভিড সংক্রমণ। এপ্রিল মাসের এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিও আক্রান্ত হন। আশঙ্কাজনক হয়েছিল মৃত্যুর হারও। তবে গরম কমার সাথে সাথে কমে গিয়েছিল কোভিডের সংক্রমণও। কিন্তু শীত পড়তেই ফের দাপট মারণ ভাইরাসের।

[আরও পড়ুন: অর্থকষ্টে চরম সিদ্ধান্ত, কর্নাটকের রিসর্টে ১১ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী দম্পতি!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ