Advertisement
Advertisement
Delhi

মোমোর দাম চাওয়ার ‘অপরাধ’, যুবক বিক্রেতাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাল তিন কিশোর!

২০ টাকার জন্য মোমো বিক্রেতাকে এলোপাথাড়ি কোপাল তিন কিশোর।

Momo Seller From Nepal Stabbed Over Rupees 20 In Delhi
Published by: Kishore Ghosh
  • Posted:August 23, 2025 4:40 pm
  • Updated:August 23, 2025 4:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোমোর দাম কুড়ি টাকা চেয়েছিলেন যুবক বিক্রেতা। এই নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে তিন কিশোরের। চোখের নিমেষে তা হাতাহাতিতে পৌঁছে যায়। এমনকী এক কিশোর ওই নেপালি মোমো বিক্রেতাকে ধারাল ছুরি দিয়ে কোপাতে থাকে। এক সময় রক্তাক্ত অবস্থায় যুবককে ফেলে পালায় অভিযুক্তরা। দিল্লির এই ঘটনায় অভিযুক্ত তিন নাবালককে আটক করেছে পুলিশ।

Advertisement

পূর্ব দিল্লির গাজিপুর এলাকার রাজবীর কলোনিতে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত মোমো বিক্রেতা যুবকের নাম তুল বাহাদুর। আদতে নেপালের বাসন্দা তিনি। রাজধানীতে খোদা কোলোনিতে থাকতেন। ঘটনার দিন মোমোর দাম ২০ টাকা চাওয়াতে তিন কিশোরের সঙ্গে বচসা বাধে যুবকের। তাঁরা টাকা দিতে রাজি হয়নি। এক সময় মোমো বিক্রেতার বুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় যুবককে ফেলে পালায় তারা।

স্থানীয়রা রক্তাক্ত মোমো বিক্রেতাকে উদ্ধার করে দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যায়। যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ট্রমা সেন্টারে ভর্তি করেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর অবস্থা স্থীতিশীল বলেই জানা গিয়েছে। অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে গাজিপুর থানার পুলিশ। হামলার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ