Advertisement
Advertisement
Arms Deals

শতাধিক ব্রহ্মস, ড্রোন কিনতে ৬৭,০০০ কোটির চুক্তি! শত্রুকে চমকে শক্তি বাড়াচ্ছে ভারত

ইতিমধ্যে ব্রহ্মস ও ড্রোন কিনতে অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

MOD clears big arms deals including Brahmos and armed drones
Published by: Kishore Ghosh
  • Posted:August 6, 2025 12:27 pm
  • Updated:August 6, 2025 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের, চিনের মতো শত্রুদের ঘুম ছুটবে। আরও সমৃদ্ধ হচ্ছে ভারতের অস্ত্রভাণ্ডার। শতাধিক ব্রহ্মস ও ড্রোন কিনতে চলেছে ভারতীয় সেনা। ইতিমধ্যে অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক। মঙ্গলবারই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়, সেখানেই অস্ত্র কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন অস্ত্র কতগুলি কিনতে চলেছে সেনা?

Advertisement

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা (ম্যাল) সম্পন্ন ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। সেই ড্রোনগুলি তৈরি হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। এর জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৮৭টি ড্রোন কিনতে খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। ড্রোনগুলিকে আগামী ১০ বছর রক্ষণাবেক্ষণে খরচ হবে আরও ১১ হাজার কোটি টাকা। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতিতে নতুন ১১০টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি এই মারণ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা। ভারতের ব্যবহৃত ব্রহ্মস সামরিক ট্রাক, যুদ্ধবিমান, ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। পাশাপাশি পরমাণু অস্ত্র বহনেও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ব্রহ্মসের গতি শব্দের চেয়ে তিনগুণ। তবে স্থলভূমি ও যুদ্ধজাহাজ থেকে যে ব্রহ্মস উৎক্ষেপণ করা হয় তার পাল্লা ২৯০ থেকে ৪০০ কিমি। ডুবোজাহাজে যে ব্রহ্মস ব্যবহার হয় তার তুলনায় এই পাল্লা কিছুটা কম। দেশের প্রতিরক্ষাকে মাথায় রেখে এই ব্রহ্মসকে আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে ৫ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ব্রহ্মসের পাল্লা ও গতি দুটোই বাড়ানো হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement