Advertisement
Advertisement
Ghaziabad

উত্তরপ্রদেশে ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা কনস্টেবল

ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Mob Attack On Police Team In Ghaziabad, Noida Constable Shot Dead
Published by: Subhodeep Mullick
  • Posted:May 26, 2025 1:57 pm
  • Updated:May 26, 2025 2:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাধীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে এক কনস্টেবলের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে গাজিয়াবাদের মাশুরি থানা এলাকায় কাদির নামে এক ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী লুকিয়ে রয়েছে। এরপরই তাকে ধরতে সেখানে পৌঁছয় নয়ডা পুলিশের একটি দল। পুলিশ সূত্রে খবর, কাদিরের বাড়ির কাছে পৌঁছনোর পরই আচমকা একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। অভিযোগ, পাথর হামলার পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সেই গুলিতেই গুরুতর আহত হন সৌরভ সিং নামে ওই কনস্টেবল। সৌরভকে উদ্ধার করে কোনও মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় পুলিশ। আহত কনস্টেবলকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ আধিকারিক। বর্তমানে তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তবে ওই দুষ্কৃতীদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। মধ্যরাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান নয়ডা পুলিশ কমিশনারেট। মাশুরি থানার পুলিশ ইতিমধ্যেই খুন, দাঙ্গা, এবং অস্ত্র আইন-সহ ১৩টি ধারায় মামলা রুজু করেছে।

পুলিশ জানিয়েছে, কাদিরের বিরুদ্ধে মোট ২৪টি ফৌজদারি মামলা রয়েছে। রবিবার রাতে তাকে পালাতে সাহায্য করে ওই দুষ্কৃতীরা। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। কাদির এবং বাকি দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ