Advertisement
Advertisement

সেনা-জঙ্গি গুলির লড়াই, পুলওয়ামায় নিকেশ জেহাদি

নিকেশ হওয়া জঙ্গির কাছ থেকে উদ্ধার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷

Militant killed in Pulwama
Published by: Sayani Sen
  • Posted:January 8, 2019 5:35 pm
  • Updated:January 8, 2019 5:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে ফের সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী৷ পুলওয়ামায় এক জঙ্গিকে নিকেশ করা হল৷ সেনা সূত্রে খবর, মঙ্গলবার গুলির লড়াইয়ে খতম করা হয়েছে ওই জেহাদিকে৷ তার কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে৷ তবে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত, তা এখনও জানা যায়নি৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷

Advertisement

[চলন্ত ট্রেনে চলল গুলি, মৃত্যু প্রাক্তন বিজেপি নেতার]

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মগোপন করে রয়েছে বেশ কয়েকজন জেহাদি৷ গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা৷ জঙ্গিদের খোঁজে ওই এলাকায় হানা দেয় সেনা৷ কিছু বুঝে ওঠার আগেই সেনার উপর হামলা চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় সেনা৷ শুরু হয় গুলির লড়াই৷ দু’পক্ষের গুলির লড়াই চলে দীর্ঘক্ষণ৷ উত্তপ্ত কাশ্মীরে বড়সড় সাফল্য পায় সেনা৷ গুলিতে নিকেশ হয় এক জেহাদি৷ তার নাম এবং পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য পায়নি সেনা৷ তবে খতম হওয়া ওই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনায় নতুন করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত পুলওয়ামা৷ বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা৷

[দেশজুড়ে এনআরসির প্রস্তাব বিজেপির, সংসদে ওয়াক আউট কংগ্রেস-তৃণমূলের]

পুলওয়ামার পাশাপাশি এদিন পুঞ্চে ভারতীয় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা৷ পুলিশ চৌকি লক্ষ্য করে চলে গুলিবর্ষণ৷ জঙ্গিদের ছোঁড়া গুলির জবাব গুলিতেই দেয় সেনা৷ পালটা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় তারা৷ এই দুই ঘটনায় সেনার হতাহতের কোনও খবর নেই৷

 

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার সেনাবাহিনীর কাছে খবর আসে ত্রালের হাজানেতে ২ জঙ্গি ঢুকে পড়েছে৷ গোপন সূত্রে এই খবর পেয়ে জঙ্গি বিরোধী অভিযানে নামে যৌথবাহিনী। তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা প্রতিরোধ করে যৌথবাহিনীও। ৩ জঙ্গিকে খতম করতে গিয়ে শহিদ হন ৪২ নং রাষ্ট্রীয় রাইফেলসের এক জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে আহত হন বেশ কয়েকজন গ্রামবাসীও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ