Advertisement
Advertisement
Mehbooba Mufti

‘কাশ্মীরি পণ্ডিত ছাড়া কাশ্মীর অসম্পূর্ণ’, মাতা ক্ষীর ভবানী মন্দিরে পুজো দিয়ে বললেন মেহবুবা

বন্দুক নয়, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা মেটানোর আর্জি মেহবুবার।

Mehbooba Mufti visits Kheer Bhawani temple in Jammu and Kashmir

মন্দিরে পুজো দিচ্ছেন মেহবুবা মুফতি।

Published by: Amit Kumar Das
  • Posted:June 3, 2025 4:36 pm
  • Updated:June 3, 2025 4:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন আগেই, সুর চড়িয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন ইস্যুতে। এবার কাশ্মীরের গান্ধারবলে মাতা ক্ষীর ভবানী মন্দিরে পুজো দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ‘কাশ্মীরি পণ্ডিত ছাড়া কাশ্মীর অসম্পূর্ণ।’

Advertisement

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে এক ভিডিও মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে মাতা ক্ষীর ভবানি মন্দিরে উপস্থিত হয়েছেন পিডিপি নেত্রী। প্রথা মেনে পুজোর যাবতীয় আচার পালন করেন তিনি। রীতিমতো হিন্দু রীতি মেনে পুজো সারার পর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মেহবুবা। ফের একবার কাশ্মীরি পণ্ডিতদের সমস্যার বিষয় উত্থাপন করে তিনি বলেন, “কাশ্মীর পণ্ডিতদের ছাড়া কাশ্মীর অসম্পূর্ণ।” একইসঙ্গে বলেন, “পিডিপি মনে করে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান বন্দুক নয়, রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া উচিত সরকারের। আর এই রাজনৈতিক প্রক্রিয়া ততদিন সফল হবে না যতদিন না কাশ্মীরি পণ্ডিতদের আবার কাশ্মীরে পুনর্বাসন দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের দাবিতে গতকালই সোচ্চার হয়েছিলেন মেহবুবা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরাতে একটি প্রস্তাবপত্র জমা দেন তিনি। যেখানে লেখা ছিল, ‘এই প্রস্তাব রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সম্মিলিত মানবিক আবেদন। নৈতিকভাবে এই পদক্ষেপ করা উচিত সরকারের। আমাদের পণ্ডিত ভাই-বোনেরা অত্যন্ত দুঃখজনকভাবে তাঁদের মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তাঁদের নিরাপদে ও স্থায়ীভাবে ফেরার সুযোগ করে দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব।’

মেহবুবা আরও লিখেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত রাজনৈতিকদল তাঁদের ফিরিয়ে আনার বিষয়টি বরাবর সমর্থন করেছে। তাঁদের ফিরে আসা ও আমাদের পুনর্মিলন কাশ্মীরকে শান্তিপূর্ণ সহাবস্থান জাতি-ধর্ম নির্বিশেষে এক নজির তৈরি করবে।’ কীভাবে জম্মু ও কাশ্মীরের সুশীল সমাজ, স্থানীয় নেতৃত্ব এবং সমস্ত প্রশাসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা মাধ্যমে এই প্রক্রিয়া করা সম্ভব তারও দিশা দেখান মেহবুবা। সেই ঘটনার পর এবার কাশ্মীরের পবিত্র তীর্থক্ষেত্র মাতা ক্ষীর ভবানী মন্দিরে পুজো দিলেন মুফতি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ