Advertisement
Advertisement
Mayawati

‘সপার মতো নয়’, যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ মায়াবতীর নিশানায় অখিলেশরা

৪ বছর পরে জেগে উঠল 'হাতি'?

Mayawati's fiery address in Lucknow

ফাইল ছবি

Published by: Hemant Maithil
  • Posted:October 9, 2025 4:55 pm
  • Updated:October 9, 2025 4:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সাল। এক সভায় আক্রমণাত্মক সুরে দেখা গিয়েছিল তাঁকে। বৃহস্পতিবার ফের সেই লখনউয়েই যেন জেগে উঠল ‘হাতি’! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে সমাজবাদী পার্টি-কংগ্রেসকে আক্রমণ করলেন বিএসপি মুখ্য মায়াবতী।

Advertisement

এদিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সমাজবাদী পার্টি দলিতদের ভুলে গিয়েছিল ক্ষমতায় এসেই। কেবল দরকারেই তাদের মনে করত।” তাঁর তোপ, ২০১০ সালে কাঁসিরাম নগরের নাম বদলে কাসগঞ্জ করে দেয় তৎকালীন অখিলেশ সরকার। জাতিগত কুসংস্কারের কারণেই এমনটা করা হয়েছিল বলে তোপ মায়াবতীর। অখিলেশদের ‘দুমুখো’ বলেও আক্রমণের সুর চড়ান তিনি।

কেবল সপাই নয়। কংগ্রেসকেও কাঠগড়ায় তোলেন মায়াবতী। বহুজন সমাজ পার্টি(বিএসপি)-র প্রতিষ্ঠাতা কাঁসি রামকে শ্রদ্ধাজ্ঞাপন করে বিএসপি নেত্রী বলেন, ”ভোটব্যাঙ্কের স্বার্থে, সমাজবাদী পার্টি এবং কংগ্রেস শ্রদ্ধেয় কাঁসি রামকে সম্মান করার ভান করে। কিন্তু তাদের কর্মকাণ্ড দলিত-বিরোধী মানসিকতার পরিচয় দেয়।”

একই সঙ্গে এদিন যোগী আদিত্যনাথকে সেভাবে আক্রমণ করতে দেখা যায়নি মায়াবতীকে। তিনি বলেন, ”আমরা বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞ। কারণ, এই স্থান পরিদর্শনকারী মানুষের কাছ থেকে আদায় করা অর্থ বর্তমান বিজেপি সরকার আত্মসাৎ করেনি করেনি সমাজবাদী পার্টি সরকারের মতো।”

উল্লেখ্য, কয়েকদিন আগে মায়াবতী বিএসপির ন্যাশনাল কনভেনর করেন ভাইপো আকাশ আনন্দকে। এর আগে মায়াবতী ঘোষণা করেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো। বিএসপি সুপ্রিমো হিসাবে তাঁর উত্তরসূরি যে ভাইপো আকাশ আনন্দই হতে চলেছেন সেটাও বুঝিয়ে দেন মায়াবতী। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেন বেহেনজি। কিন্তু এবার তাঁর চোখ ২০২৭ সালে হতে চলা উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে। এহেন অবস্থায় তাই চার বছর পরে লখনউয়ের সভায় সপা-কংগ্রেসকে বিঁধে এবং বিজেপির প্রশংসা করে নানা জল্পনা জাগিয়ে তুললেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ