সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে কাশ্মীর। বুধবার সকালেই দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই।
রমজান মাস শেষে বুধবার পবিত্র ইদ। মঙ্গলবার রাতে কলকাতার আকাশে দেখা গিয়েছে শওয়াল মাসের চাঁদ। এদিনই নাখোদা মসজিদের তরফে বুধবারই ইদ ঘোষণা করা হয়েছে। কলকাতাতেও চাঁদ দেখা যাওয়ায় শেষ হয়েছে রমজানের একমাস ব্যাপী উপবাস। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে মসজিদে ভিড় জমিয়েছেন মানুষ। সকাল থেকেই চলছে প্রার্থনা। বুধবার সকালেই নিজের টুইটার থেকে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “এই ইদেই সম্প্রীতির ভাবধারা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে।” উর্দু ও ইংরেজিতে সকলকে শুভেচ্ছা জানান তিনি। টুইটে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
to all fellow citizens, especially to our Muslim brothers and sisters in India and abroad. The festival of Idu’l Fitr strengthens our belief in charity, fraternity and compassion. May this happy occasion bring joy and prosperity to everyone’s lives
— President of India (@rashtrapatibhvn)
Have a blessed Id-ul-Fitr.
— Narendra Modi (@narendramodi)
বুধবার সকালেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সকলকে ইদের শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
and my best wishes to all on the auspicious occasion of
— Rahul Gandhi (@RahulGandhi)
অন্যান্য বছরের মতো এবারও ইদ উপলক্ষ্যে রেড রোডে নমাজ পাঠের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার৷ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে ধর্মনিরপেক্ষতার বার্তা দেন মুখ্যমন্ত্রী৷
সকলকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি – এটাই হোক আমাদের মন্ত্র।
— Mamata Banerjee (@MamataOfficial)
এদিন সকালেই সকলকে শুভেচ্ছা জানান আমেঠির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি লেখেন, এই ইদ সকলের জন্য আনন্দ নিয়ে আসুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.