সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল চেন্নাইয়ে। মারা গেল দুই শিশু-সহ চারজন। আহত আরও ১৩ জন। চেন্নাইয়ের ভাদাপালানি এলাকায় একটি চারতলা অ্যাপার্টমেন্টে আগুন লাগায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সঠিক পরিচয় জানা না গেলেও মনে করা হচ্ছে মৃতেরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। তাঁরা বাড়িটির একতলায় থাকতেন।
জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় অ্যাপার্টমেন্টটিতে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলকর্মীরা। উদ্ধার করেন সাতজনকে। কিন্তু নিঃশ্বাসের সঙ্গে অতিরিক্ত ধোঁয়া শরীরের ভিতর যাওয়ার ফলে অসুস্থদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান। এক দমকলকর্মী জানান, ‘আমরা সাতজনকে উদ্ধার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত চারজন হাসপাতালেই মারা যান। অতিরিক্ত ধোঁয়া শরীরে প্রবেশ করার ফলেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে ওই চারজনের।’
দমকল কর্মীরা জানিয়েছেন, গাড়ি রাখার জায়গায় শর্ট সার্কিটের কারণেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। যেহেতু আক্রান্তদের ঘরটি গাড়ি রাখার জায়গার একদম নিচেই ছিল। আর সে কারণেই সেখানে আগুন আগে ছড়ায়। ঘটনার পরেই ওই ঘরটির সাতজন এবং অন্যান্য ঘর থেকে আরও ৯ জনকে উদ্ধার করা হয়। চারজন মারা গেলেও বাকিদের চিকিৎসা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.