Advertisement
Advertisement
Punjab

মোহালির অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২

কিন্তু কী কারণে আচমকা এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়।

Massive explosion at oxygen plant in Punjab's Mohali, two dead, several injured

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:August 6, 2025 2:13 pm
  • Updated:August 6, 2025 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহালির এক অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। আহতের সংখ্যা ৩। কিন্তু কী কারণে আচমকা এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

অন্যান্য দিনের মতো বুধবার সকালেও পাঞ্জাবের মোহালির ওই অক্সিজেন প্ল্যান্টে কাজ চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই সেখানে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে চারপাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। আহতের সংখ্যা ৩। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কী কারণে আচমকা এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মোহালির মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) দমনদীপ কৌর বলেন, “এদিন সকাল ৯টা নাগাদ অক্সিজেন প্ল্যান্টে আচমকা বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। আহতের সংখ্যা ৩। কী কারণে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, “বিস্ফোরণের তীব্রতা অনেকটাই বেশি ছিল। মূল প্ল্যান্টটিতে বিস্ফোরণ হতেই চারপাশের অন্যান্য সিলিন্ডারগুলিও ফেটে যায়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement