Advertisement
Advertisement
Maoist

ওড়িশায় জ্ঞানেশ্বরীর ছায়া! মাও-হামলায় উড়ল রেললাইন, মৃত্যু রেলকর্মীর

মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গেল চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটের রেললাইন।

Maoist blast rail tracks in Odisha Jharkhand border area, rail worker killed
Published by: Amit Kumar Das
  • Posted:August 3, 2025 2:00 pm
  • Updated:August 3, 2025 9:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জ্ঞানেশ্বরী কাণ্ডের ছায়া ওড়িশায়। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গেল চক্রধরপুর ডিভিশনের রাংরা-করমপাড়া রুটের রেললাইন। এই ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও একজন। দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ওড়িশা ও ঝাড়খণ্ড সীমান্তে এহেন মাওবাদী হামলার ঘটনায় যৌথভাবে তদন্ত শুরু করেছে আরপিএফ, ওড়িশা ও ঝাড়খণ্ড পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ বিরাট বিস্ফোরণ ঘটে ওড়িশার সুন্দরগড় জেলার চক্রধরপুর ডিভিশনের ওই রেল লাইনে। সেই সময় ওখানে কাজ করছিলেন ৩৭ বছর বয়সি এতাওয়া ওরাম ও বুধারাম মুন্ডা নামে দুই কর্মী। ল্যান্ডমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এতাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে যায় লাইনের স্লিপার। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে নিরাপত্তা বাহিনী। গুরুতর আহত বুধারাম মুন্ডাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাউরকেল্লা হাসপাতালে।

এই ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে। এদিকে মাওবাদীদের খোঁজে গোটা অঞ্চল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে ওড়িশা ও ঝাড়খণ্ড পুলিশের পাশাপাশি সিআরপিএফ ও ঝাড়খণ্ড জাগুয়ার্স টিম। ওই রুটে কোথাও বিস্ফোরক রাখা হয়েছে কিনা খতিয়ে দেখতে মোতায়েন করা হয়েছে বম্ব ডিটেকশন টিম। বন্ধ রাখা হয়েছে ওই রুটের রেল চলাচল।

উল্লেখ্য, কয়েকমাস আগে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় মাওবাদীদের শীর্ষ নেতা বাসবরাজ ওরফে নাম্বালা কেশবরাওয়ের। সেই মৃত্যুর প্রতিবাদে ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালন করছে মাওবাদীরা। এই শহিদ সপ্তাহের শেষ দিন অর্থাৎ ৩ আগস্ট বনধের ডাক দেওয়া হয়েছে। ঝড়খণ্ড, বিহার, উত্তর ছত্তিশগড়, বাংলা ও অসমে এই বনধ পালন করার ডাক দেওয়া হয়। মাওবাদীদের শহিদ সপ্তাহ উপলক্ষে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল আগেই। এবার এই হামলায় নড়েচড়ে বসেছে নিরাপত্তাবাহিনী।

এদিকে এই হামলার সঙ্গে জ্ঞানেশ্বরী কাণ্ডের মিল দেখতে পাচ্ছেন অনেকেই। ২০১১ সালে পশ্চিম মেদিনীপুরে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে একই ছকে হামলা চালিয়েছিল মাওবাদীরা। এই দুর্ঘটনায় ১৪১ জন যাত্রী প্রাণ হারান। একইভাবে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা ঘটনার সময় সেখান দিয়ে যাচ্ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। বিস্ফোরণের জেরে লাইচ্যুত হয় ট্রেনটি মৃত্যু হয় বহু মানুষের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ