Advertisement
Advertisement

Breaking News

Himachal Pradesh

মুসলিম তরুণীকে প্রেমের নৃশংস ‘শাস্তি’! যুবককে খুন করে আট টুকরো করা হল দেহ

ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

Man's Body Chopped In 8 Pieces in Himachal Pradesh | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 14, 2023 9:21 am
  • Updated:June 14, 2023 10:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম তরুণীর সঙ্গে প্রেম করার ভয়ংকর ‘শাস্তি’ পেলেন যুবক। তাঁকে খুন করে তাঁর দেহ আট টুকরো করে ফেলে দেওয়া হল। হিমাচল প্রদেশের চাম্পার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গত ৬ জুন থেকে নিখোঁজ ছিলেন বছর আঠাশের মনোহর। ৮ জুন তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। তারপর তদন্তে নেমে ৯ জুন এই নৃশংস ঘটনার কথা জানতে পারে পুলিশ। উদ্ধার করা হয় মনোহরের টুকরো টুকরো দেহ। ইতিমধ্য়েই ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনায় শাবির, মুসাফির হোসেন এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা তরুণীর পরিবারের সদস্য বলেই জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]

পুলিশ আরও জানতে পেরেছে, মনোহর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এক মুসলিম তরুণী। কিন্তু তরুণীর বাড়ির তরফে এই সম্পর্ক নিয়ে তীব্র আপত্তি ছিল। তাঁর মনোহরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে তারা। প্রথমে যুবককে খুন করা হয়। তারপর প্রমাণ লোপাট করতে মনোহরের দেহের আটটা টুকরো করে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় নর্দমায়।

চাম্পার এসপি অভিষেক যাদব জানিয়েছেন, নাবালিকার সঙ্গে ভালবাসায় জড়িয়েছিলেন মনোহর। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে তরতাজা ছেলেকে হারিয়ে শোকাহত মনোহরের পরিবার।  

[আরও পড়ুন: সব চাকরিতেই রেটকার্ড! রোজগার মেলার মঞ্চ থেকে বাংলাকে তুলোধোনা প্রধানমন্ত্রীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement