Advertisement
Advertisement
CGST

২৩ কোটি টাকার করফাঁকি মামলায় গ্রেপ্তার ‘ম্যানেজমেন্ট গুরু’ অরিন্দম চৌধুরি

পড়ুয়াদের ভুয়ো ডিগ্রি দেওয়ার অভিযোগে আগেও মামলা হয় তাঁর বিরুদ্ধে।

Management Guru Arindam Chaudhary arrested for 23 cr tax eavsion
Published by: Subhamay Mandal
  • Posted:August 23, 2020 6:48 pm
  • Updated:August 23, 2020 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় খবরের কাগজের পাতাজুড়ে থাকত তাঁর পেল্লাই সাইজের বিজ্ঞাপন। চোখে চশমা, একগাল হাসি আর স্টাইলিশ চুলের ঝুঁটি। স্যুটেড-বুটেড মানুষটা ছিল বহু মানুষের আত্মবিশ্বাসের প্রতীক। এবার তিনিই কিনা করফাঁকির অভিযোগে হাজতে। বিপুল পরিমাণ করফাঁকির অভিযোগে গ্রেপ্তার হলেন ম্যানেজমেন্ট গুরু তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্টের (IIPM) ডিরেক্টর অরিন্দম চৌধুরি। শুক্রবার দক্ষিণ দিল্লির পণ্য ও পরিষেবা কর কমিশনারেট (CGST) তাঁকে গ্রেপ্তার করে। প্রায় ২৩ কোটি টাকার কেন্দ্রীয় কর ফাঁকি দেওয়ার অভিযোগে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে তাঁকে।

Advertisement

অরিন্দম ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে সংস্থার অন্যতম কর্ণধার গুরুদাস মালিক ঠাকুরকেও। পাটিয়ালা হাউস কোর্ট দু’জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। দিল্লি-সহ একাধিক শহরে তাঁদের সম্পত্তি রয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হতে পারে বলে সূত্রের খবর। দেশের বাইরে কোনও সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেপ্টেম্বরে ফের আদালতে শুনানি হবে তাঁদের।

[আরও পড়ুন: ট্রায়ালে সাফল্যের পরই বাজারে আনা হবে করোনার ভ্যাকসিন, জানাল সেরাম ইনস্টিটিউট]

ম্যানেজমেন্ট গুরু অরিন্দম একজন ফিল্ম প্রযোজকও। ম্যানেজমেন্ট কলেজে পড়ুয়াদের ভুয়ো ডিগ্রি দেওয়ার অভিযোগে আগেও আইনি মামলা হয় তাঁর বিরুদ্ধে। ২০১৫ সালে সেই কারণে IIPM বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে একটি জাল ডাক্তারি সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগে গত ১৪ মার্চ গ্রেপ্তার হন অরিন্দম। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান।

[আরও পড়ুন: কাশ্মীরে CRPF ব্যাটালিয়নে বিদ্যুতের বিল দেড় কোটি টাকা! চোখ ছানাবড়া জওয়ানদের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement