সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখে হরি মারে কে! টানা ১৬ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর যুবককে জীবিত উদ্ধার করল এনডিআরএফের উদ্ধারকারী দল। উত্তরাখণ্ডের চামেলিতে লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়ে একাধিক বাড়ি। চাপা পড়েছেন অনেকে। উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন।
চলতি বছরে দেরাদুনে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী শেষবার ব্রিটিশ আমলের পর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। যার জেরে নন্দনগরের বাসিন্দা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, বুধবার গভীর রাতের বিপর্যয়ে ২০০জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩৫টির কাছাকাছি বাড়ি ভেঙে পড়েছে। ২০জন আহত। এখন পর্যন্ত ১৪জন নিখোঁজ রয়েছেন।
ওই দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু করে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও এসডিআরএফের দল। কুন্তারি এবং ধুরমা গ্রামে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে নামে প্রশাসন। উদ্ধার কাজ চলার সময় ধ্বংসস্তূপের নিচ থেকে যুবকের শব্দ পান উদ্ধারকারীরা। যুবককে দেখতে পেয়ে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে চামেলি পুলিশ তরফে বলা হয়েছে, ‘নন্দনগর বিপর্যয়ের ১৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক যুবককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভয়াবহ বিপর্যয়ের মধ্যে, যা আশার আলো।’
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, “বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ চলছে। সমস্ত জেলা প্রশসান, এনডিআরএফ এবং এসডিআরএফের দলকে বর্ষা শেষ না হওয়া পর্যন্ত পুরো সেপ্টেম্বরের মাস সতর্ক থাকতে বলা হয়েছে।” তিনি আরও বলেন, “চারধাম যাত্রা চলছে। আমি ভক্তদের কাছে আবহাওয়ার পূর্বাভাস জেনে তাঁদের যাত্রার পরিকল্পনা তৈরি করার আবেদন করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.