Advertisement
Advertisement
Delhi

ধর্ষণ মামলায় জামিন, জেল থেকে বেরিয়েই নির্যাতিতাকে প্রকাশ্যে গুলি অভিযুক্তের

দিন দুপুরে দিল্লির রাস্তায় মহিলাকে গুলি চালানোর ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।

Man out on bail for raping woman opens fire at her in Delhi

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:August 2, 2025 11:01 pm
  • Updated:August 2, 2025 11:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পেয়েই নির্যাতিতাকে গুলি করে খুনের চেষ্টা অভিযুক্তের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির বসন্ত বিহার এলাকায়। শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ইর সাফি ও তাঁর সঙ্গী অমন শুক্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর সাফির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। সেই মামলায় সম্প্রতি জামিন দেওয়া হয়েছিল অভিযুক্তকে। জামিনে মুক্তি পেয়েই নির্যাতিতাকে হত্যার ষড়যন্ত্র করে অভিযুক্ত। সেইমতো গত ৩০ জুলাই মহিলা যখন অটো রিকশায় করে যাচ্ছিলেন, তখন কালো রঙের মোটর সাইকেলে করে তাঁকে ধাওয়া করে অভিযুক্তরা। সুযোগ বুঝে কাছ থেকে মহিলাকে গুলি করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের উদ্যোগেই মহিলাকে পিসিআর ভ্যানে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

এদিকে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৩১ জুলাই পুলিশ গ্রেপ্তার করে অমন শুক্লাকে। তাঁর মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পরদিন ১ আগস্ট গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত আবুজাইর সাফিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। নির্যাতিতা মহিলার বক্তব্যের ভিত্তিতে দিল্লির বসন্ত বিহার থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে জানা গিয়েছে, জেরায় অভিযুক্ত সফি স্বীকার করেছেন ওই মহিলা তাঁর ধর্ষণের মামলা দায়ের করায় ক্ষুব্ধ ছিলেন তিনি। একাধিকবার তাঁর (মহিলার) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তাঁকে এড়িয়ে যান। মহিলার উপর চাপ তৈরি করে মামলা তোলার চেষ্টায় ব্যর্থ হওয়ায় রাগে ফুঁসছিলেন অভিযুক্ত। যার জেরেই মহিলাকে খুনের ছক কষেন। এদিকে দিন দুপুরে দিল্লির রাস্তায়  প্রকাশ্যে এই ধরনের খুনের চেষ্টার ঘটনায় প্রশ্ন উঠছে রাজধানীর নিরাপত্তা নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ