Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে ধাবার বাইরে ভিড়কে পিষে দিল বেপরোয়া গাড়ি! মৃত্যু যুবকের

ঘটনার পর থেকে পলাতক ঘাতক গাড়িটির চালক।

Man Killed, 3 Injured After Speeding Car Rams Them Outside Restaurant On Uttar Pradesh Highway
Published by: Subhodeep Mullick
  • Posted:July 2, 2025 6:45 pm
  • Updated:July 2, 2025 6:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে একটি ধাবার বাইরে ভিড়কে পিষে দিল বেপরোয়া গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন আরও তিনজন। তবে ঘটনার পর থেকে পলাতক ঘাতক গাড়িটির চালক। পুলিশ তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।  

Advertisement

সোমবার রাতে ৯ নম্বর জাতীয় সড়কের কাছে হাপুর এলাকায় একটি ধাবায় বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময়ে একটি চারচাকা গাড়ি আচমকা ভিড়ের মধ্যে প্রবেশ করে। ঘাতক গাড়িটির চাকায় পিষ্ট হয়েছেন এক যুবক। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় চালক। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অজিত। তিনি বুলন্দশহরের বাসিন্দা। ঘটনার পর থেকে ঘাতক গাড়িটির চালকের কোনও হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে।

হাপুরের পুলিশ সুপার বিনীত ভাটনগর বলেন, “সোমবার রাতে জাতীয় সড়কের পাশের একটি ধাবায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় নিয়্ন্ত্রণ হারিয়ে আচমকা একটি গাড়ি ভিড়ের মধ্যে প্রবেশ করে এক যুবককে পিষে দেয়। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেন চালক। তাঁর খোঁজে আমরা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ