Advertisement
Advertisement
Uttar Pradesh

বেহাল যোগীরাজ্যে! বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু যুবকের, ১১ ঘণ্টা পড়ে রইল দেহ

দেহ পচে দুর্গন্ধ বের হওয়ায় বাকি রোগীরা ওয়ার্ড ছেড়ে চলে যান।

Man dies in Uttar Pradesh hospital due to no treatment, body lay unattended for 11 hours

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 12, 2025 11:50 am
  • Updated:August 12, 2025 11:51 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্য উত্তরপ্রদেশে স্বাস্থ্যব্যবস্থার বেহাল অবস্থা ফের প্রকাশ্যে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও রোগীর চিকিৎসা করলেন না কোনও ডাক্তার। কার্যত বিনা চিকিৎসায় ১১ ঘণ্টা হাসপাতালে পড়ে থাকার পর অবশেষে মৃত্যু হল যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের দেহাত মেডিক্যাল কলেজে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর ২৫-এর মৃত ওই যুবকের নাম সুন্দর। শনিবার দুপুর ১.১৫ নাগাদ অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ওই যুবককে মেডিক্যাল কলেজের এমারজেন্সিতে ভর্তি করে দেন। অত্যন্ত গুরুতর অবস্থায় বমি করছিলেন যুবক কথা বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না। পরিস্থিতি ক্রমশ গুরুতর হওয়ায় যুবককে কানপুরের হাললেট হাসপাতালে রেফার করা হয়। তবে তাঁকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিলেন না। এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। অনুরোধ জানানো হয়, রোগীকে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠানো হোক। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, থানা থেকে কেউ না আসায় হাসপাতালেই পড়ে থাকেন রোগী। এভাবে হাসপাতালে কোনও চিকিৎসা ছাড়া প্রায় ১০ ঘণ্টা পড়ে থাকার পর রাত্রি ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, যুবকের মৃত্যুর পর হাসপাতালের কর্মীরা মৃতদেহ ওয়ার্ডেই ফেলে রাখেন। রাতভর দেহ পড়ে থাকার ফলে দেহ পচে দুর্গন্ধের জেরে বাকি রোগীরা সেই ঘর ছেড়ে চলে যান। রবিবার সকালে রোগী ও পরিজনের কাছ থেকে বিষয়টি জানার পর তৎপর হয় কতৃপক্ষ। বিষয়টি জানার পর জেলাশাসক নিজে হাসপাতালে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন ও হাসপাতাল কতৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এরপর সকাল ৯টার দিকে দেহ মর্গে পাঠানো হয়।

এদিকে পুলিশের দাবি, হাসপাতাল থেকে খবর পাওয়ার পর একজনকে পাঠানো হয়েছিল। তবে অ্যাম্বুল্যান্স না মেলায় তাঁকে নিয়ে যাওয়া যায়নি। তবে হাসপাতাল কতৃপক্ষ সে দাবি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পুলিশের অসহযোগিতার জেরে রোগীর মৃত্যু হয়েছে। যদিও ওই ওয়ার্ডের অন্যান্য রোগীদের দাবি, দীর্ঘক্ষণ রোগী পড়ে রইলেও কোনও চিকিৎসক তাঁকে দেখেননি যার জেরেই বিনা চিকিৎসায় মৃত্যু হয় তাঁর। স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ এই গাফিলতি সামনে আসায় আতঙ্কিত হাসপাতালের বাকি রোগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ