সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংফিশার বিমানসংস্থার পতনের মূলে ছিল ত্রুটিপূর্ণ ইঞ্জিন। এমনটাই দাবি করলেন ‘লিকার ব্যারন’ বিজয় মালিয়া। তাঁর অভিযোগ ‘প্র্যট এন্ড হুইটনি’ নামের বিমান নির্মাণকারী সংস্থাটি থেকে যে ইঞ্জিনগুলি কেনা হয় সেগুলি ত্রুটিযুক্ত ছিল। এর ফল ভুগতে হয়েছে কিংফিশারকে। ২০১২ সালে বন্ধ হয়ে যায় কিংফিশার। এনিয়ে ওই সংস্থাটির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন মালিয়া। সম্প্রতি, ভারতে উড়ান ভরা বেশ কিছু ‘এয়ারবাস-৩২০’ বিমানে ব্যবহৃত ‘প্র্যট এন্ড হুইটনি’-র ইঞ্জিনের পরীক্ষার নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা (ডিজিসিএ)।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক ব্যাঙ্ক থেকে প্রায় ৯০০০ কোটি টাকার ঋণ নিয়ে সময়সীমা পার হয়ে গেলেও তা আর ফেরত দেননি মালিয়া। এই ব্যাপারে সিবিআই ও ইডি তদন্ত শুরু করলে বিচারব্যবস্থার হাত এড়াতে ব্রিটেনে পালিয়ে যান তিনি। তবে খুব বেশি দিন আর তাঁর পক্ষে লুকিয়ে থাকা সম্ভব হবে না। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক আলোচনার পর, বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়েছে ব্রিটেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.