Advertisement
Advertisement
Madhya Pradesh Fire

দাউদাউ করে জ্বলছে জব্বলপুরের হাসপাতাল, মৃত কমপক্ষে ৮

অগ্নিদগ্ধ বহু।

Major Fire At Madhya Pradesh's Hospital left at least 8 Dead | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 1, 2022 4:48 pm
  • Updated:August 1, 2022 5:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ করে জ্বলছে জব্বলপুরের (Jabbalpur) বেসরকারি হাসপাতাল। সোমবার দুপুরে হাসপাতালটিতে আগুন লাগে। ইতিমধ্যে এই অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম অন্তত ৩। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপণ দপ্তরের আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা। পুলিশের প্রাথমিক ধারনা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। 

Advertisement

এদিন দুপুরে জব্বলপুরের দামোহ নাকা এলাকার বেসরকারি নিউ লাইফ মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। রোগীদের অন্য হাসপাতালে সকিয়ে নিয়ে যাওয়া হয়। সাবধানতা সত্ত্বেও অন্তত ৫ জন রোগী এবং ৩ জন্য হাসপাতালের কর্মীর মৃত্যু হয়। জখম হয়েছেন অন্তত ১২ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদল আসন্ন, বাদ পড়ছেন কারা? নতুন মুখ কে? রইল সম্ভাব্য নাম]

 

জব্বলপুরের চিফ সুপার অখিলেশ গৌর জানান, “বড়সড় অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। হাসপাতালে ভিতরে যারা আটকে পড়েছিলেন আমরা সকলকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।” আগুনও নেভানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। জব্বলপুরের পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা জানান, ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পথে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।”

এদিকে মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবার-পরিজনকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। 

[আরও পড়ুন: পার্থ গ্রেপ্তারের পর তৃণমূলের চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে রদবদল, দেখে নিন তালিকা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ