সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে জাতীয় শিক্ষানীতি ঘিরে শোরগোল থামার নাম নেই। বরং গত শনিবার রাজ ঠাকরে- উদ্ধব ঠাকরের পুনর্মিলনে সেই বিতর্ক নতুন মোড় নিয়েছে। তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েও নির্দেশিকা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু বিতর্ক থামার নাম নেই। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্য ঘিরে বিতর্ক আরও বাড়তে শুরু করেছে। খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবিস এই মন্তব্যের নিন্দা করেছেন। এদিকে উদ্ধব ঠাকরে নিশিকান্তকে ‘হায়না’ বলে তোপ দেগেছেন। সব মিলিয়ে কুকথার এই ধারাপ্রবাহ ঘিরে বিতর্ক নতুন রূপ পেয়েছে।
বিতর্কের সূত্রপাত রাজ ঠাকরের একটি মন্তব্যকে ঘিরে। তিনি দলীয় কর্মীদের বলেছিলেন, যাঁরা মুম্বইয়ে থেকে মারাঠি ভাষায় কথা বলতে অপারগ হবেন তাঁদের ‘কানের নিচে বাজাতে’। তবে সেই ঘটনার কোনও ভিডিও না তোলা হয়। এর জবাবে নিশিকান্ত এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন, ‘যাঁরা মুম্বইয়ের হিন্দিভাষীদের মারধর করছেন তাঁদের যদি সাহস থাকে তবে উর্দুভাষীদেরও মেরে দেখান। নিজের ঘরে কুকুরও বাঘ হয়। আপনারাই বিচার করুন কে বাঘ আর কে কুকুর।’ এরপরই রাজ ঠাকরের উদ্দেশে তাঁর হুমকি, সাহস থাকলে এটা তিনি মহারাষ্ট্রের বাইরে করে দেখান। সেক্ষেত্রে তাঁর হুঁশিয়ারি, ‘তোমাকে তুলে তুলে আছাড় মারব।’
এই মন্তব্যের পরই উদ্ধব ঠাকরে পালটা দিয়েছেন। বিধান ভবনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ”বিভাজিত করে শাসন করো চিরকালই বিজেপির নীতি। কিন্তু এই রাজনীতি এখন গুরুত্ব হারাচ্ছে।” এরপরই নাম না করে নিশিকান্তকে কাঠগড়ায় তুলে তাঁর খোঁচা, ”কিছু হায়না আমাদের রাজ্যের শান্তিশৃঙ্খলাকে বিব্রত করতে চাইছে। ওদের কাজই মানুষকে উসকে দেওয়া। আমরা কোনও ভাষার বিরুদ্ধে নই। কিন্তু কোনও ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।”
এদিকে নিশিকান্তর ‘কুরুচিকর’ মন্তব্যের বিরুদ্ধেই থাকছেন ফড়নবিস। তবে জানাচ্ছেন, নিশিকান্ত সমগ্র মারাঠি জাতিকে হুঁশিয়ারি দেননি। তিনি একটি সংগঠনের বিরুদ্ধেই মুখ খুলেছেন। যদিও তাঁর মতে, এমন মন্তব্য একেবারেই অসমীচিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.