Advertisement
Advertisement
Madras High Court

স্কুলের সামনেই সরকারি মদের দোকান! অবিলম্বে বন্ধের নির্দেশ মাদ্রাজ হাই কোর্টের

সংবিধানের ৪৭ নম্বর ধারার উল্লেখ করেছে হাই কোর্ট।

Madras High Court orders closure of liquor shop near school in Tamil Nadu

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:June 7, 2025 4:50 pm
  • Updated:June 7, 2025 4:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের সামনেই ছিল মদের দোকান। আর তারই বিরোধিতা করে জমা পড়েছিল পিটিশন। তাতে সাড়া দিয়ে মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চ দোকান বন্ধের নির্দেশ দিল।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পি ভেত্রিভভেল নামের এক ব্যক্তি উচ্চ আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ ছিল, ট্রিচি রোডের এক স্কুলের সামনেই মদের দোকান। এবং শিশুদের ওই দোকানের সামনে দিয়েই স্কুলে যেতে হয়। ফলে নানা অনভিপ্রেত অভিজ্ঞতার শরিক হতে হয় তাদের। তাঁর দাবি ছিল, পুরসভার বেঁধে দেওয়া মাত্রা যেখানে ৫০ মিটারের, সেখানে মাত্র ৩০ মিটার দূরত্বে ওই স্কুলটির অবস্থান বিতর্কিত। কিন্তু তামিলনাড়ুর প্রশাসনের দাবি, পুরসভার দাবি মেনেই দোকানটি স্থাপিত। পাশাপাশি আরও দাবি, বাণিজ্যিক এলাকায় ওই দূরত্ব মেনে দোকান বসানো সম্ভব নয়। কিন্তু এহেন যুক্তি মানতে নারাজ হাই কোর্ট। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ওই চত্বরে দোকানটি থাকার ফলে পথচারী, বিশেষত শিশুদের পক্ষে তা অসুবিধাজনক। ফলে সব মিলিয়ে ওখানে দোকান থাকা বাঞ্ছনীয় নয়।

হাই কোর্টের বেঞ্চ জানিয়েছে, সংবিধানের ৪৭ নম্বর ধারা অনুযায়ী বিষাক্ত পানীয়ের ব্যবহার করা অথবা নিষিদ্ধ করা দরকার। এটি এক সাংবিধানিক দর্শন এবং নির্দেশিকা নীতিগুলি জোর দেয় যে, একটি কল্যাণমূলক সরকারকে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালানো উচিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ