Advertisement
Advertisement
Madras HC

পাসপোর্টে আবশ্যিক নয় স্বামীর সই, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের

স্বামীর অনুমতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মহিলারা, জানিয়েছে উচ্চ আদালত।

Madras HC says sign of husband not necessary for wife's passport
Published by: Anwesha Adhikary
  • Posted:June 22, 2025 3:45 pm
  • Updated:June 22, 2025 3:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর অনুমতি ছাড়াই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মহিলারা। আবেদনে স্বামীর সইয়েরও দরকার নেই। রেবতী নামে এক মহিলার দায়ের করা আবেদনের শুনানিতে এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাই কোর্ট।

Advertisement

২০২৩ সালে বিয়ে হয় রেবতীর। কিন্তু কিছু সময় পরেই স্থানীয় আদালতে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন দায়ের করেন রেবতীর স্বামী। এদিকে, চলতি বছর এপ্রিল মাসে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রেবতী। তাঁর অভিযোগ, নির্দিষ্ট ফর্ম-জে-তে তাঁর স্বামীর সই থাকতে হবে বলে জানায় চেন্নাই পাসপোর্ট কর্তৃপক্ষ। সেই সই করা ফর্ম জমা দিলে তবেই তাঁর পাসপোর্টের আবেদন না কি যাচাই করা হবে। রেবতীর দাবি, পাসপোর্ট অফিসের আধিকারিকরা তাঁকে স্বামীর অনুমতি নিয়ে আসার জন্য রীতিমতো জোর দিতে থাকেন।

এর পরই আদালতের দ্বারস্থ হন রেবতী। গোটা ঘটনা পর্যবেক্ষণ করে মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি এন আনন্দ ভেঙ্কটেশের বেঞ্চ জানায়, পাসপোর্টের জন্য আবেদন করতে স্বামীর সম্মতি এবং তাঁর সই চেয়ে মহিলাদের উপর জোর করা পুরুষতন্ত্রের একটি উদাহরণ। বিয়ের পর স্ত্রী স্বামীর ‘সম্পত্তি’ হয়ে যান, সমাজের এমন মানসিকতা থেকেই এই সব প্রক্রিয়া চলে আসছে।

বিচারপতি আরও বলেন, বিয়ে হয়ে যাওয়া মানেই কোনও মহিলার ব্যক্তিসত্ত্বা শেষ হয়ে যায় না। তাই স্বামীর সই ছাড়াই যেকোনও রকমের পাসপোর্টের আবেদন জানাতে পারেন মহিলারা। এই মন্তব্যের পরেই রেবতীর জন্য দ্রুত নতুন পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দেন বিচারপতি। চার সপ্তাহের মধ্যে রেবতীর হাতে পাসপোর্ট তুলে দিতে হবে বলে জানিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ