Advertisement
Advertisement
Madhya Pradesh

নির্যাতিতাকে উদ্ধার করে পাঠানো হল ধর্ষণে অভিযুক্তের বাড়িতে! বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ফের ধর্ষিত কিশোরী!

শিশুকল্যাণ কমিটির চেয়ারম্যান-সহ ১০ জনের বিরুদ্ধে।

Madhya Pradesh Rape Survivor girl Sent To accused's home she Assaulted Again
Published by: Kishore Ghosh
  • Posted:September 4, 2025 4:06 pm
  • Updated:September 4, 2025 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যযুগীয় বর্বরতা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল যাঁর বিরুদ্ধে, জেল থেকে ছাড়া পাওয়া সেই যুবকের বাড়িতেই নির্যাতিতাকে পাঠিয়ে দিল স্থানীয় শিশুকল্যাণ কমিটি! সুযোগ পেয়ে দ্বিতীয়বার কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্ত। এই ঘটনায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। এছাড়াও মামলা দায়ের হয়েছে স্থানীয় শিশুকল্যাণ কমিটির চেয়ারম্যান-সহ দশ জনের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত গত ১৬ জানুয়ারি। ওই দিন পান্না জেলার ছতরপুর থানা এলাকায় স্কুল থেকে ফেরার পথে কিশোরী নিখোঁজ হয়ে যায়। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এর ঠিক এক মাস পর ১৭ ফেব্রুয়ারি হরিয়ানার গুরুগ্রামে খোঁজ মেলে কিশোরীর। সঙ্গে ছিলেন অভিযুক্ত যুবক। কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে কিশোরীকে উদ্ধার করে পান্না জেলার শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাব পান্নার ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়। কিন্তু এরপরই মোড় নেয় ঘটনা।

নিয়ম ভেঙে শিশুকল্যাণ কমিটি কিশোরীকে অভিযুক্তের বৌদির বাড়িতে পাঠিয়ে দেয়। অভিযুক্তের এই বৌদিই আবার কিশোরীর তুতো দিদি। এদিকে জেল থেকে ছাড়া পান অভিযুক্ত। ফিরে এসেই বৌদির বাড়িতে ঢুকে কিশোরীকে দ্বিতীয়বার ধর্ষণ করেন বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। তদন্তে নামে পুলিশের একটি দল। তদন্তকারীরা জানিয়েছেন, কিশোরীর পরিবার জেলাশাসকের দ্বারস্থ হলে তিনি শিশুকল্যাণ কমিটিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা নির্দেশ দেন। যদিও এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। গত এপ্রিল মাসে কিশোরীকে নতুন করে ওয়ান স্টপ সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কাউন্সিলিংয়ের সময় ধর্ষণের ঘটনাটি প্রাকশ্যে আসে।

এই ঘটনায় নতুন করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও মামলা দায়ের হয়েছে স্থানীয় শিশুকল্যাণ কমিটির চেয়ারম্যান-সহ দশ জনের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement