Advertisement
Advertisement
Madhya Pradesh

মদের দোকান বন্ধ, খুলবে দুধের দোকান! নেশা রুখতে পদক্ষেপ মধ্যপ্রদেশের বিজেপি সরকারের

বিজেপি নেত্রী উমা ভারতী আগেই পরামর্শ দিয়েছিলেন, 'মদ নয়, দুধ খাও।'

Madhya Pradesh govt to phase out alcohol shops, open milk shops

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 7, 2025 9:54 am
  • Updated:February 7, 2025 9:54 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ‘ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল।’ সমাজকল্যাণের মন্ত্র আউড়ে এমনই ‘হযবরল’ নীতি নিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সেরাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেছেন, সমস্ত মদের দোকান বন্ধ করে তার পরিবর্ত দুধের দোকান খোলা হবে। বর্ষীয়ান বিজেপি নেত্রী উমা ভারতী আগেই পরামর্শ দিয়েছিলেন, ‘মদ নয়, দুধ খাও।’ বহুদিন ধরেই রাজ্যে মদ্যপানের বিরুদ্ধে সরব ছিল বিজেপি নেতৃত্ব। এবার এই পদক্ষেপ করল তারা।

Advertisement

নর্মদা প্রাকোৎসবে যোগ দিয়ে নর্মদাপুরম গৌরব দিবসের উদযাপনে মোহন এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে বলেছেন, ইন্দোর ও ভোপালের মতোই আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। খোলা হবে ইঞ্জিনিয়ারিং কলেজ। দিয়েছেন উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি।

গত তিন দশক ধরেই মদ নিষিদ্ধ করার দাবি উঠে আসছিল মধ্যপ্রদেশে। বিহারের পথে হেঁটেই রাজ্যের বিজেপি সরকার যে মদ নিষিদ্ধকরণের পথেই এগোচ্ছেন তা জানা গিয়েছিল গত মাসেই। সেবার ১৭টি শহরে মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেয় তারা। জানিয়ে দেওয়া হয়, ওই দোকানগুলি অন্য শহরে স্থানান্তরিতও করা যাবে না। ওই শহরগুলির মধ্যে সবগুলিই মূলত ধর্মীয় স্থান। যথা উজ্জয়িনী, চিত্রকূট, ওমকারেশ্বর, মণ্ডলেশ্বর, মণ্ডলা, মুলতাই, দাতিয়া, মৈহার, অমরকণ্টক, পান্না, মন্দসৌর প্রমুখ। এবার নতুন ঘোষণা মোহন সরকারের।

তবে এই ধরনের ঘোষণায় মদের নেশায় কতটা রাশ টানা যাবে সেই সন্দেহ থেকেই যাচ্ছে। বিহারের উদাহরণের দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়। নীতীশ কুমারের সিদ্ধান্তের পরও কিন্তু সেই রাজ্যেমদ খাওয়া বন্ধ করা যায়নি। বরং বেড়েছে মদের চোরাচালান। পাশাপাশি লুকিয়ে কেনা বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা মাঝে মাঝেই সামনে আসে। তাই এই পরিস্থিতিতে কেবল মদের দোকান বন্ধই নয়, সার্বিক নজরদারিও যে প্রয়োজন তা মানছে ওয়াকিবহাল মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ