Advertisement
Advertisement
Patna

দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি বেড, অ্যাম্বুল্যান্সেই মৃত্যু ধর্ষিতা দলিত নাবালিকার! উত্তেজনা পাটনায়

এই ঘটনার জেরে রবিবার উত্তাল হয়ে ওঠে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর।

Long wait due to lack of beds minor girls dies in ambulance in Patna
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 2, 2025 2:28 pm
  • Updated:June 2, 2025 2:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালে বেড না থাকায় দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সেই অপেক্ষা করানো হল ধর্ষিতা দলিত নাবালিকাকে। চিকিৎসার অভাবে সেখানেই মৃত্যু হল তার! এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। এই ঘটনার জেরে রবিবার উত্তাল হয়ে ওঠে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর। যদিও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

হাসপাতালের সুপার ডাঃ অভিজিৎ সিংহ বলেন, “অ্যাম্বুল্যান্সেই চিকিৎসা শুরু হয় ওই নাবালিকার। তারপর ICU-তে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।” পাশাপাশি তাঁর আরও দাবি, “নাবালিকার মৃত্যু হওয়ার জন্যই তার পরিবারের সদস্যরা এধরনের অভিযোগ করছে। কিন্তু নাবালিকার চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি।”

জানা গিয়েছে, বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা ওই নাবালিকা তাঁর কাকিমার বাড়িতে খেলা করছিল গত ২৬ মে। সেখানেই তাকে চকলেটের লোভ দেখিয়ে একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে ছুরি দিয়ে ওই নাবালিকার ওপর হামলা চালানো হয়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় নাবালিকার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। এরপর ভুট্টা খেত থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার রাতে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাকে। সেখানেই দীর্ঘক্ষণ অ্যাম্বুল্যান্সে অপেক্ষারত অবস্থায় চিকিৎসার অভাবে ওই নাবালিকার মৃত্যু হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর ছুরি দিয়ে ওই নাবালিকার বুকে ও গলায় আঘাত করা হয়েছিল। এমনকী ভোকাল কড ক্ষতিগ্রস্ত হওয়ায় কথা পারছিল না নির্যাতিতা। মহিলা থানার আধিকারিক অদিতি কুমারী বলেন, “একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ