Advertisement
Advertisement
Lok Sabha Vote 2024

‘ছক করে কংগ্রেসকে গুঁড়িয়ে দিতে চাইছেন মোদি’, অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে তোপ সোনিয়া-খাড়গের

ভোটের দুমাস আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে যেন কংগ্রেস লড়তে না পারে, তোপ সোনিয়ার।

Lok Sabha Vote 2024: Congress slams PM Modi on freezing accounts before Lok Sabha

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 21, 2024 1:15 pm
  • Updated:March 21, 2024 4:35 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: পরিকল্পনা করে কংগ্রেসকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে এসে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) তোপ, দেশে গণতন্ত্র নেই। সেজন্যই নির্বাচনের দুমাস আগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে যেন নির্বাচনী লড়াইয়ে হাত শিবির নামতেই না পারে।

Advertisement

গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের (Congress) প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। এর পর গত ২১ ফেব্রুয়ারি কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন (Ajay Maken) অভিযোগ করেন, আয়কর দপ্তর (IT) নিয়ম-বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। এর প্রথমে বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায় অনুযায়ী কংগ্রেসের ৭০ কোটির কর বকেয়া আছে, সেটা দিতেই হবে। লোকসভার আগে এই বকেয়া মেটাতে হলে বিরাট ধাক্কা খাবে কংগ্রেস।

[আরও পড়ুন: ‘নিজেদের নাগরিকদেরই অগ্রাধিকার’, সুপ্রিম কোর্টে রোহিঙ্গা ‘দায়’ ঝেড়ে ফেলল কেন্দ্র]

বৃহস্পতিবার এই ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সোনিয়া ছাড়াও হাজির ছিলেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কোষাধ্যক্ষ অজয় মাকেন, সাংসদ রাহুল গান্ধী। দলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়া নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন সোনিয়া-সহ কংগ্রেস নেতারা। তাঁদের কথায়, “রাতারাতি যদি জানতে পারেন আপনার ব্যাংক একাউন্ট বন্ধ, কী করবেন? সেটাই কংগ্রেসের সঙ্গে করা হয়েছে। নির্বাচনের দু মাস আগে ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কমিশনও কিছু বলছে না। আমরা প্রচার করব কী করে?”

সোনিয়ার তোপ, “সুদক্ষভাবে কংগ্রেসকে গুঁড়িয়ে দেওয়ার জন্য়ই এই পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ২০ শতাংশ ভারতীয় আমাদের ভোট দেয়, কিন্তু আমরা কানাকড়ি খরচ করতে পারছি না। সাত বছর আগে ১৪ লাখ নগদের জন্য ২১০ কোটি জরিমানা। অথচ নিয়ম বলে সর্ব্বোচ দশ হাজার জরিমানা হতে পারে।” তবে সোনিয়া জানিয়েছেন, প্রবল চাপের মধ্যেও কংগ্রেস নির্বাচনী কার্যকলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে।

[আরও পড়ুন: অনলাইনে নজরদারি চালাতে ‘ফ্যাক্ট-চেকিং ইউনিট’, ভুয়ো তথ্য রুখতে পদক্ষেপ কেন্দ্রের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ