Advertisement
Advertisement

LIVE: রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশে শেষবার ভাষণ প্রণব মুখোপাধ্যায়ের

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ইতি প্রণব মুখোপাধ্যায়ের। ভারতীয় রাজনীতিতে বহু উত্থানপতনের সাক্ষী তিনি। বহু অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। তবে এবার সব তুলে রাখার পালা। শেষবার রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশে কী বার্তা তাঁর? Advertisement দেশ আমাদের কাছে মাতৃকা, এবং সেখানে আমরা প্রত্যেকেই সমান, সন্তান । প্রকল্প বা নীতি এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে সুবিধা সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়। […]

Live: Speech of Pranab Mukherjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2017 1:52 pm
  • Updated:October 7, 2019 2:05 pm   

দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে ইতি প্রণব মুখোপাধ্যায়ের। ভারতীয় রাজনীতিতে বহু উত্থানপতনের সাক্ষী তিনি। বহু অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। তবে এবার সব তুলে রাখার পালা। শেষবার রাষ্ট্রপতি হিসেবে জাতির উদ্দেশে কী বার্তা তাঁর?

Advertisement
  • দেশ আমাদের কাছে মাতৃকা, এবং সেখানে আমরা প্রত্যেকেই সমান, সন্তান ।
  • প্রকল্প বা নীতি এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে সুবিধা সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়। দারিদ্র্য দূর করতে হবে।
  • শিক্ষাই দেশকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দিতে পারে। সৃজনশীল ভাবনা, তর্ক-বিতর্ক, গবেষণা, আবিষ্কারকে সবসময় অনুপ্রাণিত করতে হবে।
  • পরিবেশ রক্ষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতের জন্য এখন থেকেই তৈরি থাকতে হবে।
  • ভারত শুধু একটি ভৌগলিক বিষয় নয়, ভারত তার সমৃদ্ধ ইতিহাস বহন করে চলেছে। তার বহুত্ববাদ দেশের সম্পদ।
  • সারা দেশ ভ্রমণ করে অনেক কিছু শিখেছি, চোখ খুলে গিয়েছে। এই কথোপকথন আমাকে প্রাণিত করেছে বরাবর। গত পাঁচ বছর শুধু খাতায় কলমে নয়, আক্ষরিক অর্থেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করেছি।আমি সফল কতটা হয়েছি, তা ইতিহাস বলে দেবে।
  • একটি আধুনিক জাতি গড়ে ওঠে কিছু মৌলিক বিষয়ের উপরের ভিত্তি করে- গণতন্ত্র, সব ধর্মের সহাবস্থান ও অর্থনৈতিক সাম্যের ভিত্তিতেই।
  •  দেশকে যা দিয়েছি, তার থেকে অনেক বেশি ভালবাসা পেয়েছি। রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে বক্তৃতা শুরু প্রণব মুখোপাধ্যায়ের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ