Advertisement
Advertisement
IT man

অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক! স্বামীর আত্মহত্যার পর ‘বহুগামিতা’র কথা স্বীকার আইটি কর্মীর স্ত্রীর

নিকিতা আরও জানিয়েছেন, তিনি কোনও পদক্ষেপ নিলে, কেউ দায়ী থাকবেন না।

Lied to him to save your marriage says agra IT man wife
Published by: Subhankar Patra
  • Posted:March 4, 2025 6:11 pm
  • Updated:March 4, 2025 6:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্রার তথ্যপ্রযুক্তি কর্মী মানব শর্মার মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়! একটি ভিডিওতে তাঁর স্ত্রী নিকিতা জানিয়েছেন, বিয়ের আগে তাঁর সঙ্গে অভিষেক নামের একটি ছেলের সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। বিয়ে বাঁচাতে মানবকে তিনি এই কথা জানাননি বলে দাবি করেছেন। সঙ্গে জানিয়েছেন, তিনি কিছু করলে তার জন্য কেউ দায়ী থাকবেন না। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

২৪ ফেব্রুয়ারি আগ্রার বাসিন্দা মানবের দেহ উদ্ধার হয়। প্রথম থেকেই অভিযোগ ওঠে তাঁর স্ত্রী নিকিতা শর্মার বিবাহবর্হিভূত সম্পর্ক ও স্ত্রীর হেনস্তার কারণে যুবক আত্মঘাতী হয়েছেন। কিন্তু সেই অভিযোগ প্রথমে অস্বীকার করছিলেন নিকিতা। সম্প্রতি, একটি ভিডিওতে তিনি বলেছেন, ” আমি জানি আমি অনের ভুল করেছি। মানবকে মিথ্যা বলেছি। যা কিছু করেছি সবটাই আমাদের বিয়েকে বাঁচাতে। মানব কোনও দিন আমার উপর কোনও অত্যাচার করেনি।” তিনি আরও বলেন, “অভিষেকের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। ও বারবার আমার সম্পর্কে জানতে চাইলেওে আমার অতীত জীবনের কথা বলেনি।”

নিকিতা আরও জানিয়েছেন, বিয়ের আগের ঘটনা ভুলে মানবের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তিনি বলেন, “আমি মানবকে সবকিছুই বলেছিলাম। তবে বিয়ের আগের সম্পর্কের কথা বলিনি। ওর বাড়ির লোক অনেক ভালো ।” এরপরই তিনি যোগ করেন, “আমি যদি নিজের সঙ্গে কিছু করে নিই, তাহলে তার জন্য কেউ দায়ী থাকবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ