Advertisement
Advertisement
Lucknow

শত্রুকে প্যাঁচে ফেলার ‘ছক’, দলিত মহিলাকে দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ, আইনজীবীর যাবজ্জীবন সাজা

৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

Lawyer gets life sentence For filing fake cases by misusing dalit woman's identity in Lucknow

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 21, 2025 2:45 pm
  • Updated:August 21, 2025 2:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর সঙ্গে জমি বিবাদ! প্যাঁচে ফেলতে পরিচিত দলিত মহিলাকে দিয়ে বিভিন্ন থানায় ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের। আইনজীবীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের। সঙ্গে ৫ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। আইনজীবী পরমানন্দ গুপ্তকে দোষী সাব্যস্ত করেছে লখনউয়ের একটি বিশেষ আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নিজের শত্রু ও তাঁর পরিবারকে হেনস্তা করতে পরিচিত এক দলিত মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাতেন। মামলা লড়তেন তিনি নিজেই। প্রায় ডজন খানেক এই রকম মামলা লড়ছিলেন তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। তারপর এই রায়। কী করে সামনে এল বিষয়টি?

লখনউয়ের একটি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই দলিত মহিলা। সেই জল গড়ায় উচ্চ আদালতে। তখনই হাই কোর্টের নজরে আসে, একই মহিলা আরও কয়েকটি ধর্ষণ, যৌন হেনস্তা অভিযোগ করেছেন। প্রতিটি মামলায় মহিলার আইনজীবী পরমানন্দই। সন্দেহ হতেই চলতি বছরের ৫ মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। ঘটনার তদন্তে নেমে অভিযোগকারী মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

তখনই জানা যায়, পরমানন্দ নিজের স্বার্থ চরিতার্থ করতে তাঁর স্ত্রীর বিউটি পার্লারে কাজ করা এক দলিত মহিলাকে দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করেছেন। পরে ওই মহিলাই ৪ আগস্ট, ২০২৫ তারিখে আদালতে একটি আবেদন জমা দেন। সেখানে তিনি বলেন ওই আইনজীবী ও তার স্ত্রী সঙ্গীতা তাকে ফাঁদে ফেলে জোর করে এই কাজ করিয়েছেন। মহিলা আদালতে স্বীকার করেছেন তিনি বাধ্য হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে যৌন নির্যাতনের মিথ্যা জবানবন্দি দিয়েছেন। আদালত তাঁর শর্তসাপেক্ষে ক্ষমা মঞ্জুর করেছে।

রায় দিতে গিয়ে বিচারক বলেন, ওই আইনজীবী সম্পূর্ণভাবে এই বিষয়গুলিতে অবগত ছিলেন। তিনি ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন। এই অপরাধ গুরুতর। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে আদালত রায়ের একটি অনুলিপি উত্তর প্রদেশের বার কাউন্সিলে পাঠানোর নির্দেশ দিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ